আমাদের কথা খুঁজে নিন

   

ASCII আর্টকে আমার কাছে একধরনের শিল্পই মনে হয়েছে

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

ASCII আর্টের সাথে হয়তো অনেকেরই পরিচয় আছে। তবে কতটুকু পরিচয় আছে তা সঠিক বলতে পারলাম না। অনেকেই হয়তো টুকিটাকি ASCII আর্ট দেখেছেন। আমি যে ASCII আর্টগুলো দেখেছি তাতে মোটামুটি আমি বিস্মিত হয়েছি এবং আমার ধারণা আপনারাও অনেকেই বিস্মিত হবেন। এই ASCII আর্টকে আমার কাছে একধরনের শিল্পই মনে হয়েছে।

সাধারন আর্ট দেখে আমি কখনোই অতটা বিস্মিত হইনি! সবচেয়ে বিস্মিত হয়েছিলাম ASCII ক্যারেকটার দিয়ে আঁকা মোনালিসা অথবা আলাদ্দিনের ছবিটা দেখে। আরও অনেক ছবি দেখে আপনি অবশ্যই বিম্মিত হবেন। ওদের ন্যুড মডেলগুলো দেখলেও আপনি বিস্মিত হবেন। পরিচিত বিখ্যাত কার্টুন ক্যারেকটার গুলোরও ASCII আর্ট রয়েছে। এখানে কয়েকটি ASCII আর্টের স্ক্রিন শট দিলাম।

birds castle aladiin. dog gun jasmine -------------------------------------------------------------------- -------------------------------------------------------------------- গুগলে সার্চ দিলে অনেক ASCII আর্ট পাবেন। ব্লগারগণের সুবিধার্থে কয়েকটি ওয়েবের লিংকঃ আর্কওয়ার্ল্ড(আলাদ্দিন) এখানেও বিভিন্ন ক্যারেকটারের পাবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।