আমার এক গিগাবাইটের micro sd মেমুরী কার্ড !!
বুঝতাসি না,হালার হৈল কি??
নরমাল ফরম্যাট দিলে কিছুদুর পর্যন্ত হইয়া আটকায়ে যায়,এরপর লেখা দেহায়,"windows can not format" "write protected" লেখাটাও দেখায়(রাইট প্রোটেক্সন অফ করা কিন্তু)/#(
আর কুইক ফরম্যাট দিলে ঐ লেখা খান আরো কুইকলি দেহায়!!
মেমরি কার্ডের ভিতরের কিছু ফোল্ডার মুছাই যাইতেছে নাআলাদা করে ডিলিট করা গেলেও আবার যখন মেমোরী কার্ড ইন্সার্ট করি পিসি/মবাইলে আবার সেই ফোল্ডার গুলা হাজির হয়।মোবাইলে ফরম্যাট মাইরা দেক্সি---ফরম্যাট হয় মাগার পরে যখন ইন্সার্ট করি সেই ফোল্ডার গুলা চইলা আসে।
পিসি কিছু ঢূকাইলে ঢূক্তাসে কিন্তু মেমোরি কার্ড যখন মোবাইলে ঢুকাই তখন তা হাওয়া হয়ে যাচ্ছে।
এমতাবস্থায় কি করা উচিত বলে আপনারা মনে করেন???প্লিজ অর্থবহ যুক্তিসঙ্গত সাজেশন দিবেন(যারা জানেন) বলে আশা করি।আমারে বাচান!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।