আমাদের কথা খুঁজে নিন

   

Memory with Gordon Murphy-1



২০০৮ এর (৪-৬) আগস্ট "রিইব" (রিসার্স ইনিশিয়েটিভস বাংলাদেশ) এর সাথে ৩ দিনের একটি কর্মশালায় সৈয়দপুর গিয়েছিলাম। সবক'টি বিশ্ববদ্যালয় থেকে ছাত্র-ছাত্রী আসলেও ঢাকা ভার্সিটির ছিলাম আমরা ৭ জন। আমাদের সুপারভাইজার সুরাইয়া আপুকে রাজি করালাম ট্রেনে করে ফেরার জন্য। আপুসহ আমাদের ৬ জনের টিকেট করা হল নীলসাগর ট্রেনে। সৈয়দপুরে প্রতিটি মুহূর্ত আমরা মজা করেছি।

আর ট্রেনটি ছিল আমাদের জন্য স্বর্গরাজ্য। আমার বান্ধবী ফাইজা সবার সাথে খুব জমাতে পারে। ও গল্প করে, গান গেয়ে আমাদের মাতিয়ে রাখছিল। কিছুক্ষণ পর দেখি আমার বান্ধবী চকচকে টাক মাথার সৌমদর্শন এক বিদেশীর সাথে গল্প করছে। হে হে হে আর যায় কোথায় ‌ আমরা মজা করার নতুন একটি টপিক পেলাম পোলাপাইনগুলা কিছুক্ষণ পর পর ওদের অতিক্রম করে আর ফাইজাকে ভেংচি কাটে তো এক পর্যায়ে ও জনাব বৃদ্ধের সাথে আমার পরিচয় করিয়ে দিল।

মার্ফি উনি গর্ডন মার্ফি, অস্ট্রেলিয়ান গভ: থেকে আসা বাংলাদেশের রেলওয়ে কনসালট্যান্ট। আমরা যে নীলসাগর ট্রেনটিতে করে আসছি সেটি উনার করা। ১৯৮০/৮১ সাল থেকে উনি বাংলাদেশে। মার্ফির সাথে পরিচিত হয়ে আমি এত বেশি আভিভূত কারণ-- বাংলাদেশ আমার মাতৃভূমি হলেও মার্ফি আমার থেকে বাংলাদেশকে আনেক বেশি জানে, বেশি চিনে----- বাংলাদেশের সরকার ব্যবস্থা,,, সরকারের দুর্বলতা,,, আমাদের জাতীয় স্বার্থ,,, এরশাদের শাসনামল---- সব কিছু এত সুন্দরকরে ব্যখ্যা করেছেন যা কোন বাংলাদেশীর কাছ থেকে আগে শুনিনি। মার্ফি এমন একজন মানুষ যিনি সবাইকে উদ্বুদ্ধ করেন কিন্তু হতাশদায়ক কিছু বলেননা।

তাঁর কথাগুলি আমার জীবনকে পাল্টিয়ে দিয়েছে। তিনি বলেছিলেন-- ,,,,,,,,জীবনে যে কোন সিদ্ধান্ত নেবার আগে ভাল করে ভাববে... একবার ভুল করলে তা থেকে বের হওয়া কঠিন... তোমার বয়স কম, তাই ভুল করার সম্ভাবনা বেশি। সচেতন হও। জীবনে অনেক অফার আসবে কিন্তু লোভে পড়না। ,,,,,,,, সেদিনের কথাগুলি আমার কানে আজও বাজে।

কথাগুলি সাধারণ হলেও এর গভীরতা অনেক। সেদিন সারারাত মার্ফির সাথে আমাদের সমাজ, দর্শণ, রাজনীতি, বিশ্বরাজনীতি, মেয়েদেরঅবস্থা,পরিবেশসহ সব বিষয়ে আলোচনা করি। অদ্ভূদ একটি স্মৃতি যা কখনো ভোলার নয়। এমন একটি মুহূর্ত যা আমার আমিত্বকে ফিরিয়ে এনেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।