sawhir@yahoo.com
ভাবছিলাম সুডোকু তে মজা পামু। কিন্তু পাই নাই। তাই নতুন একটা জিনিষ পোষ্ট করলাম। আপনারা সবাই হয়ত "মেজিক আই" নামটি কম বেশী শুনে থাকবেন। মেজিক আই হচ্ছে একটি ইলাষ্ট্রেশনকে বা ছবিকে অনেকক্ষন (৩০ সেকেন্ড বা তার চেয়ে বেশী) চোখের পাতা না ফেলে এক দৃষ্টিতে দেখা। একটা সময় দেখা যাবে ঐ ছবির মধ্যে থ্রিডি টাইপের ছবি ভেসে উঠেছে।
ছবির থ্রিডি দেখতে হলে আপনার দুই চোখের কন্টাক আলাদা আলাদা করে ছবির উপর ফেলতে হবে তাহলেই আপনির ছবির ভিতকার থ্রিডি ছবিটি দেখতে পারবেন। উপরের ছবিটির দিকে তাকিয়ে দেখুন....
কি দেখা যাচ্ছে এবার বলুন........
(হিন্টস: ইংরেজীতে একটি ওয়ার্ড লিখা আছে যার প্রথমে S ও শেষে A আছে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।