আমাদের কথা খুঁজে নিন

   

আজ নিরাপদ নই আমি, নন আপনিও !!!

তখনোও আমি ছাত্রশিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে পরিচিত হইনি..... অস্বীকার করছি না-- ছাত্রশিবিরের বিভিন্ন কাজে যেমন দাওয়াতি কাজে সাহায্য করেছি মাঝেমাঝেই, কখনো টাকা--কখনো শ্রম--কখনো সময় ব্যয় করে । কিন্তু কখনো ঘুণাক্ষরেও ভাবতে পারিনি এরা আসলে কি চাচ্ছে ? ভেবেছিলাম ভালো কাজই তো করছি , খারাপটা করছি কি ? সত্যিই তো ! কাজগুলো ভালোই ছিলো...কিন্তু কাজের পেছনে যে উদ্দ্যেশ্য তা বলা হতো না কখনোই । যুদ্ধাপরাধী, রাজাকার প্রসঙ্গে তাদের সাথে আমার তর্ক-বিতর্ক চলতেই থাকত...যুক্তির অভাব ছিলো না আমার , যুক্তির পর যুক্তি সাজিয়ে তাদের পরাজিত করলে তারা ভীষণ অসন্তুষ্ট হতো আমার ওপর ---বলত "আল্লাহ পাক তাদের হেদায়াত দান করবেন...তোমাকেও দান করবেন" । প্রত্যুত্তরে জানাতাম, "আমার সাথে আমার আল্লাহ আছেন, দেশের মানুষ আছেন---আমার দেশের সাথে গাদ্দারির বিচার হবেই হবে ইনশা-আল্লাহ" ... আমার কন্ঠের দৃঢ়তা তাদের ভয় পাইয়ে দিত এ আমাই নিশ্চিতভাবে বলতে পারি ! তাদের সকল প্রকার কর্মকাণ্ডের উদ্দেশ্য ও বিবিধ যখন সম্পূর্ণরূপে জানতে পারি, তখন আমি তাদেরকে সম্পূর্ণ বয়কট করি ! হতে পারে তারা ভালো চরিত্রের ছিল ! কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি নিজের শয়তানিকেও ভালোমানুষির মুখোশ দিয়ে ঢাকা যায় না !!!!! আমি তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তারা আমার উপর মোটামুটি মেন্টাল টর্চার করেছে , ফিজিক্যাল টর্চারের হুমকিও দিয়েছে......বারবার বলেছে তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে পক্ষে দাঁড়ানোর জন্য... সত্যি বলতে তখন আমি ভয় পেয়েছিলাম......কারণ নিজেকে নিয়ে উদ্বেগ নয়, দেশটাকে নিয়ে উদ্বেগ । কারণ দেশটা যদি এইসব ধর্মান্ধ, রাজাকার, সন্ত্রাসী, যুদ্ধাপরাধীদের কাছে চলে যায় তবে বাংলাদেশকে আরেক আফগানিস্তান বানাতে এরা বেশি সময় নেবে না কিন্তু আজ আমি নির্ভয়, অকুতোভয়, নির্ভীক ...... সত্য প্রকাশে অবিচল ... শিবির আমাকে আর যাই করুক--সেই "ব্রেইনওয়াশ" করতে পারেনি...পারবেও না...করলে আজ আমার মুখ দিয়ে এতো কথা বের হতো না, আমাকে কেউ ঢাকার প্রজন্ম চত্তর অথবা খুলনার শিববাড়ি স্কয়ারে নিতে পারতো না...আমি গিয়েছি দেশের তাগিদে, দেশপ্রেমের তাগিদে... প্রিয় ভাই-বোন...আমাদের দেশে রাজনৈতিক মভেদ সবার মধ্যেই আছে...কিন্তু আপনি যা-ই করুন একটু ভেবে চিন্তে করুন।

আমার মতো আপনাকেও যেন এইরকম প্রতারনার শিকার না হতে হয়। মনে রাখবেন, সবার আগে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ । তারপর আর যা কিছু আছে আমাদের কাছে...... আমি যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আম-জনতার সাথে সুর মেলানোয় আজ আমার উপরেও ঝুলছে শিবিরের "Death Warrent" । প্রতিদিনই পাচ্ছি হুমকি-ধামকি ভরা s.m.s. আর ফেসবুক মেসেজ । কিন্তু এগুলোতে আর ভয় পাই না...কারণ প্রিয় দেশটাকে রাজাকারমুক্ত করতেই আমরা পথে নেমেছি...জীবন যায় যাক...তোয়াক্কা করি না ।

আজ শুনলাম আহমেদ রাজীব হায়দার ( থাবা বাবা ) নামে একজন ব্লগারকে জবাই করে হত্যা করেছে কেউ--তার নিবাস ছিল আমারই বাড়ির পাশে...সে কে সেই বিতর্কে যাচ্ছি না। শুধু বলে রাখা সকল ব্লগারকে , আপনারা আজ চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ !!! ভয় পাবেন না, পিছু হটবেন না , গুজবে কান দেবেন না !!! মনে রাখবেন এদেশ আপনার, আমার, সবার --- নয় শুধু রাজাকারদের !!! তারা ১৯৭১ এ পরাজয় আসন্ন জেনে হত্যা করেছিল এদেশের কৃতিসন্তান বুদ্ধিজীবিদের...আজ তার সেই কৌশলে লিপ্ত আরো একবার--সুতরাং ----আরো একবার প্রয়োজনে জাতি অস্ত্র ধরবে...লড়বে রাজাকারদের বিরুদ্ধে !!!! ব্লগার ভাই-বোন ও পাঠকবৃন্দ---রাজাকার যে যেখানেই থাকুক...জানিনা সে জামাতি, বিএনপি না কি আ.লীগের ...শুধু জানি তারা রাজাকার--তারা VIRUS ... আজ Anti-VIRUS হিসেবে সবাই তৈরী থাকুন --- স্লোগান দিন--- "কফিন রেডি, বডি চাই......রাজাকারের ফাঁসি চাই" ... আমরা কেউই নিজেদের জীববের গ্যারান্টি দিতে পারি না...হতে পারে কাল রাজীব ভাইয়ের মতো পরিনতি আমারো হল...কিন্তু আমার মা অন্তত গর্ব করে বলতে পারবে " আমার ছেলে দেশের জন্য মরেছে" ---পাকিদের বন্দুকের সামনে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধাদের মতো দৃঢ়চিত্তে "জয় বাংলা" বলার সৌভাগ্য আমার হয়নি -- কিন্তু আজ যে সুযোগ এসেছে একে হেলায় হারাবেন না...... "এক দফা এক দাবী, রাজাকারের ফাঁসি কবে দিবি ?????"  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।