আমাদের কথা খুঁজে নিন

   

বৎসরান্তে কি এক মায়ার বাঁধনে জড়িয়ে গেলাম....

বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না...

দেখতে দেখতে একটা বছর চলেই গেলো...মনে হচ্ছে এইতো সেদিন এলাম এখানে...সবার বছরপূর্তির পোস্ট দেখে, ভাবতাম আমিও দেবো একদিন এমন পোস্ট...মাঝে মাঝেই তাকিয়ে দেখি ব্লগের বয়স কত হলো..এই কয়েক সপ্তাহ ধরে দেখছি, এগারো মাস দুই সপ্তাহ তারপরে তিন সপ্তাহ..এভাবেই চার সপ্তাহের কাছাকাছি সময়ে ঈদটা চলে এলো...ঈদের ব্যাস্ততায় দুইদিন আসা হয়নি...আজ হঠাৎ এসে দেখি এক বছর চার দিন হয়ে গেছে...তাই তাড়াহুড়ো করে এই পোস্ট লিখতে বসা... প্রথমে রেজিঃ করার পরে কি লিখবো ভেবে পাইনা... সবাইকে শুভেচ্ছা জানালাম...অনেকেই স্বাগতম জানালেন....আমার পোস্টে সর্বপ্রথম মন্তব্য পেয়েছি "আমার এই মন" উনার কাছ থেকে.. প্রথম পোস্টে যারা যারা মন্তব্য করেছিলেন... উধাও ভাবুক, পারভেজ, নিবিড়, অচেনা সৈকত, মেঘাচ্ছন্ন, নীল লাল সবুজ, এখনও গল্প লিখি, দিশাহারা ওমর সোলাইমান, এয়ে অফ লিবার্টি, ভোরের কুয়াশা....ফয়সাল, এই আমি, আজনবী, মনজুরুল হক, অংকন, কোলাহল, নির্ঝর নৈঃশব্দ। সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা.... পরের পোস্টে একটা কবিতা লিখলাম, কিন্তু কেউ দেখি মন্তব্য করে না...মনটা খুব খারাপ লাগলো....তারপরে আরেকটা পোস্ট লিখলাম স্মৃতিমূলক সেটাও দেখি কেউ পড়েনা, মন্তব্যও করে না...তখনও জানতাম না প্রথম পাতায় লেখা আসার ব্যাপারটা..দুরু দুরু বক্ষে আরেকটা পোস্ট লিখে ব্লগে প্রকাশ করুন ট্যাবে ক্লিক করে বসে আছি, দেখি প্রথম পাতায় দেখা যায় কিনা...দুই থেকে তিন সপ্তাহ হয়ে গেল তবুও আসেনি লেখা.. মন খারাপ করে অনেকদিন আর কিছু লিখলাম না....সেই সময়টাতে আমাকে যারা উৎসাহ দিয়েছেন, কোলাহল, মেহবুবা, জটিল, কৌশিক-বিশ্বাস..। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এরপরে একদিন হঠাৎ করেই ফ্রন্ট পেজে একসেস পেলাম...লিখতে শুরু করলাম যা মনে আসে তাই...সেই লেখাগুলোতে অনেকেই মন্তব্য করে উৎসাহ যুগিয়েছেন... "কালপুরুষদার "কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা...প্রথম দিকের কবিতাপোস্টগুলোতে সুচিন্তিত মন্তব্য প্রদানের জন্য সেই সাথে লেখায় উৎসাহিত করবার জন্য.... প্রায় প্রতিটা পোস্টেই যারা মন্তব্য করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা...নুশেরা, অপসরা, অনন্ত দিগন্ত, শাওন৩৫০৪, উদাসী স্বপ্ন... নুশেরা, অপসরা এই দুইজন আমাদের ব্লগ পরিবারের মধ্যমনি... দুজনেরই কমন একটা গুন আছে সেটা খুব সহজেই কাউকে আপন করে নেয়া....এটা সবাই পারে না... বেশ কয়েকজন পছন্দের ব্লগার আছেন, তাদের কাছ থেকে যখন মন্তব্য পেয়েছি, সেই ভালোলাগার অনুভূতিটা অতুলনীয়...তাদের প্রতিও রইলো আমার হৃদয় নিংড়ানো শুভকামনা....তেমনই কয়েকজন ব্লগার মেহরাব শাহরিয়ার, ফারহান দাউদ, ইমন জুবায়ের, শওকত হোসেন মাসুম, আহমাদ মোস্তফা কামাল, মানবী, জ্বিনের বাদশা, সুলতানা শিরিন সাজি, ফেরারী পাখি, চিটি (হামিদা আখতার), মুনীর উদ্দীন শামীম, সামছা আকিদা জাহান.... এখানে এসে কেমন একটা মায়াজালের মধ্যে আটকে গেলাম...সবার এত আন্তরিক মন্তব্য, এত মায়া মাঝে মাঝে কেমন ঘোরের মাঝে পরে যাই...সেদিন রাতে হটাৎ কার প্রিয় পোস্ট থেকে একটা পোস্টে ঢুকলাম, পড়তে পড়তে চোখ দিয়ে যেনো বাধ ভাঙ্গা জলের স্রোত নেমেছে....তার কিছুক্ষন পরেই আবার তামিম ইরফানের বান্দরবেলা পোস্ট পড়ে হাসতে হাসতে বিষম খেলাম... এখানে এলে এমনই হয়, কখনো চোখ দিয়ে গড়িয়ে পরে দুফোটা অশ্রু, আবার কখনো অট্টহাসিতে খান খান হয়ে ভেঙ্গে যায় রাতের নিস্তব্ধতা... আমার আবজাব পোস্টগুলো পড়ে যারা মন্তব্য করেছেন সবাইকে অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসা.... ভাঙন, কৌশিক, ভোর, স্বপ্নজয়, পথিক!!!!!!!!, রাতের পরী, বায়োলজী বলে আমি নাকি ছেলে, বিপ্লব কান্তি, রাতমজুর, এন এইচ আর, সবাক, প্রচেত্য, তানজু রাহমান, আন্ধার রাত, কাব্য, আমাবশ্যার চাঁদ, নীল-দর্পণ, পাথুরে, মুক্তবয়ান, উদাসী স্বপ্ন, অরন্য আনাম, রাজামশাই, নম্রতা, ভাস্কর চৌধুরী, আকাশনীল, টিটু বিশ্বাস, তায়েফ আহমেদ, শামসীর, জুলভার্ন, দূর্ভাষী, সৌম্য ,যীশূ, সাদা মনের মানুষ, সন্দীপন বসু মুন্না, মেঘাচ্ছন্ন, নিহন, ক্যামেরাম্যান, রাস্তার ছেলে, প্রশান্ত শিমুল, প্রত্যুৎপন্নমতিত্ব, রাশেদ, আবদুর রহমান (রোমাস), আরও যারা মন্তব্য করেছেন, বৃত্তবন্দী, মুকুট, সোহেলী, ভোরের তারা, কাব্য, আশরাফ মাহমুদ, কাঁকন, মিশু মিলন, ভেংচুক, সৈয়দ আফসার, মেঘবালক অর্ভনীড়, শাহরিয়ার হাসান, কিংশুক ০০৭, নকীবুল বারী, শিবলি, দূরের পাখি, সাইফুর, মোজাম্মেল প্রধান, আবু সালেহ, শতরুপা, আন্ধার রাত, অদৃশ্য, একরামুল হক শামীম, মুহম্মদ জায়েদুল আলম, খালেদ সময়, গোলন্দাজ, স্নিগ্ধা, সত্যবাদী যুধিষ্ঠ ঠাকুর, নেক্সাস, খলিল মাহমুদ, রাজন রুহানী, নাজীব সিদ্দিকী (প্রাকৃত), আমিনু ইসলাম মামুন, ঋভু অনিকেত, তাবাসসুম ফেরদৌস, কক, শিমুল সালাঊদ্দীন, ফারজানা ৯৯, অধর, সাইফুল্যাহ কামরুল, মজন০৯, হুমায়রা হারুন.... জেরী, আশাবাদী মানুষ, শ্রাবণসন্ধ্যা, নতুন রাজা, দূর্ভাষী, চিকনমিয়া, মমমম১২, বড় বিলাই, রুপার পালকি, নাজনীন১, ডিয়াকো, জ্যাবারঅয়াক, অদ্ভুত কাজী, জামাই-বাবু, অন্য কেউ, বৃক্ষ মানব, নীরজন, এস.কে. ফয়সাল আলম, প্রিয়সখা, মিল্টন রহমান, ডি এস এন হীরা, সিটিজি৪বিডি, নিলাচল, তাহসিন আলম, বুলবুল আহমেদ পান্না, কাঠগোলাপ, আইসিস, শারফুদ্দিন হোসাইন, জুলভার্ন, এম নাইম খুশবু, অলস ছেলে, আহমেদ কায়সার নাসির, মারুফ ব্লগ, অরুনাভ, লাবন্য প্রভা গল্পকার, নিবিড় অভ্র, নোয়াখালীর জাহিদুর রহমান, আমড়া কাঠের ঢেকি, দুরন্ত স্বপ্নচারী, জাবেদ ইয়াকুব, সুইট, ঘাসফুল, ইচ্ছে, সেতু, তায়েফ আহমাদ, আবিদ ২০০৯, জাহিদ পারভেজ, সায়মমুন, দীপান্বিতা, উরনচন্ডী, সুরন্জ্ঞনা, নিঃস্বঙ্গ, তাজা কলম, জয় সরকার, পথে-প্রান্তরে, রুদমী, ইউনুস খান, রথে চেপে এলাম, ভাঙ্গাপেন্সিল, বাবুনি সুপ্তি, নাহিদ মাহমুদ, কুয়াশায় ডাকা, অপু ২৮৩৮, আশরাফ সুজন, বিদ্যাগজগজ শামীম, সৈয়দ মোহাম্মদ আলী কিবর, ক্যামেরাম্যান, মুহিব, আলী আরাফাত শান্ত, ইস্টি কুটুম, গোয়েবলস, পুরাতন, শয়তান.... আরও একজন ব্লগার "নীপবন" , তিনি আমার সন্দেশ রেসিপি দেখে সন্দেশ বানিয়েছেন এবং সেটা ফোন করে জানিয়েছেন...সত্যিই সেই খবরে আমি আনন্দে আপ্লুত হয়েছি...এই ব্লগ পরিবারে সবার সা্থে কি এক অদৃশ্য মায়ায় জড়িয়ে গেছি, তাইতো একটু ফুরসৎ পেলেই চলে আসি এখানে..হয়তো কোনো কাজে নেট ওপেন করেছি, কিন্তু সেই কাজের আগে সামু ওপেন করে দেখি কে কি পোস্ট দিলো...মাঝেমধ্যে এমনও হয়েছে কোনো কাজই হয়নি, ঘন্টার পর ঘন্টা এখানেই বসে আছি সবার সাথে গল্পকথায় মেতে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.