বাঙলা কবিতা
অনেক ডিভিডি আমি কিনিয়াছি
পৃথিবীতে, ঢাকাতেও, ডিভিডি প্রচুর—
সব তার দেখাও হবে না, হায়!
আয় হায়, জাকিরের ডিভিডিসমূহ
ফেরত কি দিয়ে দেব?
অবসরে ভাববার কথা—ইত্যবসরে
মাসরুর, তানজীব, লিপু, রাজীবের
(ডিভিডির মহারাজা ওঁরা সব; রাজাধিক সাজ্জাদ শরিফ;
আতিকিলা—ডিভিডিলা—আপিলা চাপিলা—
আরো আরো যারা আছে, আরো যারা যারা আছে; আরো যারা আছে আছে
তারা তারা ডিভিডি ছড়ায়ে রাখে পথে পথে?)
এতসব বিবিধ ডিভিডি সবে
একাকার হয়ে গেল—
এই গোল কাটানো মুশকোল—
এরা অবসর,
আমাকে দোবে না।
আমি ডিভিডি দেখার স্থলে
কে কার মালিক আর কার্কোন খাপের মধ্যে
কে কোন ডিভিডি গেল দেখে দেখে
মিলয়ে মিলয়ে
শুধু শুধু নিজে কেনা
দাম বেশি, বিদেশী বিদেশী—
সিলভার ডিভিডিগুলি দেখে দেখে
ঘুরায়ে ঘুরায়ে
দেখতে থাকব, তবু কিছু দেখাই হবে না;
ওরা—ডিভিডিরা (মালিকেরা নয়)—সসারের চেয়েও পাতলা
সপ্তবর্ণা, ধারমুক্তা, মসৃণা, চকচকা
গোল—
কাঁচা তরুণ কবির মত শব্দহীনা
কেন্দ্রীয় শূন্যতা নিয়ে
নিজেদের চারপাশে ঘোরে।
কেন আমি এমন ডিভিডি আমি যত আনব তত খালি
দেখাই হবে না! কেন আজাইরা জিনিস দিয়া
বাকসো আমি ভরাইয়া তুলমু না? এই জিগীষা এখন আর
তেমন যথার্থ নয়? নবে কেন উত্তর মেলে না!
ঢাকা ১৮/৯/২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।