আমাদের কথা খুঁজে নিন

   

শাহাবাগ আন্দলনের সাথে পুর্ণ সহমত রেখেই কিছু বিষয় আলোকপাত

গরিবের বাড়ি যখন এসেছেন ভাল মন্দ কিছু বলে যান ক্ষমতাসীন দলের কয়েকজন রাজাকার/যুদ্ধাপরাধীদের তালিকা : ১. খন্দকার মোশাররফ হোসেন। লেবার মিনিষ্টার। হাসিনার বিয়াই । ৭১ সালে তার বাড়িতেই পাকবাহিনীর ক্যাম্প ছিলো। মোশারফের বাবা ছিলেন ফরিদপুরের শান্তি কমিটির চেয়ারম্যান।

২. স্বরাষ্ট্রমন্ত্ রী মহিউদ্দিন খান আলমগীর। ১৯৭১ সালে যুদ্ধের ৯ মাস ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ছিলেন। পাকিস্তান রক্ষার জন্য রাজাকার বাহিনী নিয়োগ কর্তা ছিলেন। ৩. এইচ এন আশিকুর রহমান। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিরকোষাধ্যক্ষ।

বর্তমানে রংপুর-৫ আসনের এমপিএবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধক ালে আশিকুর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা। ৪. সাজেদা চৌধুরী। সংসদ উপনেতা। শেখ হাসিনার ফুফু।

পাকিস্তানের গেজেট করা রাজাকার। ৭/৮/১৯৭১ তারিখের পাকিস্তান সরকারের গেজেটবদ্ধ। ৫. এ ছাড়া ১৯৯৬ এর কেবিনেটে জামালপুরের নুরু রাজাকারকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়েছিলো হাসিনা। এই দেশে কোন রাজাকারই থাকতে পারবেনা !! সবাইকে ধরে ধরে ফাঁসি দেওয়া হোক । সব রাজাকারের একই শাস্তি কি হওয়া উচিৎ নয় কি ? কেন উপরের একজনেরও নাম শাহাবাগে উচ্চারিত হল না ????? কেন তাদের কে নিয়ে কোন ব্যানার , ফেস্টুন নেই ???? সবার দৃষ্টি শাহাবাগের দিকে ,, কেউ খোজ রেখেছে এই সুযোগে সরকার কতগুল কাজ আরামের সঙ্গে বাগিয়ে নিয়েছে ????? ** পদ্মা সেতুর দুর্ণীতির দায়ে আটকৃতরা ছারা পেয়ে গেছে ** হলমার্ক হোতা জামিনে ছারা পেয়ে গেছে ** পরাগ মন্ডল কিডন্যাপের দায় আটকৃত যুবলীগ নেতা ছারা পেয়ে গেছে ** ৪-৫ টি রাজনৈতিক ব্যাংকের অনুমদন ,, ** মিরপুর থেকে হিন্দু পরিবার গুলার জমি জবর দখল ,,, অপরদিকে , ট্রাইবুন্যাল গঠন করল সরকার , বিচারপতি নিয়োগ দিল সরকার ,, রায় দিল তারাই , অথচ আজ তারাই রায় মানি না মানি না করে চিল্লা চিল্লি করে ,, আর আমরা আম জনতা ছাগলের তিন নম্বর বাচ্চার মত জেনে না জেনে ফাল পারতাছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।