আমাদের কথা খুঁজে নিন

   

জিবের বারুদ

ইমন সরওয়ার

উৎসর্গ : কাজল রশীদ ও এস সুলতানাকে এ মায়া রাখিও পুতে জয়দেবপুর ঘাটে ঢেউয়েদের মনে হলে কুড়িয়ে নেবে বহুদূর কিংবা রেখে যাবে যমুনার তীর তুমি কী দাঁড়াবে সখি ঐখানে যেখানে রয়েছে কেবল সারি সারি অমিয়বিতান আরো দূর লক্ষ্য শেষে যেখানে কুড়াবে মন কাজলের স্বপ্ন-বিলাশ ছায়া ছায়া পূর্ণ-কূটির তুমি কী তোলিতে পারো ঐসব তূর্ণীর সাজ আরো কিছু থির হও তিথিয়ে রেখেছি আজও হাত আর জিবের বারুদ এ বড় কদর্য সখি এমন প্রকাশে কেবল সৌন্দর্য হারায়। কাজলেরে কইয়া দিও আমিও রয়েছি ভালো প্রচণ্ড ভুলের ভেতর একদিন ভাঙিবো ঘর, দোর আর সন্ন্যাসজীবন একটি শব্দ কেবল থির হয়ে ধরে আছে বার বার বলে এই একটু দাঁড়া তোরও ছায়ার মাঝে যে ঘন-তারপিন আঁটে বিচ্চ্যুত করে তারে স্ববাক দাঁড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.