ফটোগ্রাফি, ভ্রমন, সিনেমা, ওয়ার্ডপ্রেস, এবং সব এলোমেলো ভাবনা
ঈদ মোবারক! কেমন হচ্ছে সবার ঈদ? আমাদের ঈদ শেষ গতকালকেই। বিশেষ কারনে সারা রাত জেগে থাকতে হয়েছে। কি আর করব, বসে বসে সিনেমা দেখলাম। একশন ছবি, নাম "শ্যুট 'এম আপ"। আক্ষরিক অর্থেই ছবিটা শ্যূটিং নিয়ে।
নন স্টপ শ্যূটিং। পুরো সিনেমা জুড়ে এমন ভয়াবহ শ্যূটিং জীবনে এই প্রথম দেখলাম। পুরো সিনেমায় এমন তিনটা মিনিট পাওয়া যাবে না যেখানে শ্যূটিং এ বিরতি ছিল।
সিনেমার নায়ক স্মিথ এক মধ্য রাতে রাস্তার পাশে বেঞ্চে বসে ছিল আপন মনে। হঠাৎ সামনে দিয়ে এক দল গুণ্ডাকে দেখে এক গর্ভবতী মহিলাকে ধাওয়া করতে।
না যাওয়ার ইচ্ছা নিয়েও শেষ পর্যন্ত থাকতে না পেরে মহিলাকে উদ্ধার করতে গুণ্ডাদের উপর ঝাপিয়ে পড়ে, এবং একশনের মধ্যেই মহিলাকে সাহায্য করে একটি ছেলে জন্ম দিতে। দূর্ভাগ্যক্রমে মহিলাটি গুলিতে মারা গেলে স্মিথ ছেলেটির দায়িত্ব দেয়, পুরো সিনেমা জুড়ে যাকে মেরে ফেলাই হচ্ছে গুণ্ডাদের প্রধান মিশন। ছেলেটিকে দেখাশোনা করার জন্য স্মিথ সাহায্য নেয় এক পতিতার যে কিনা এই সিনেমার নায়িকা।
পুরো সিনেমা জুড়ে স্মিথ রূপী নায়ক ক্লাইভ ওয়েনের একশনগুলো অসাধারন। সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন সিরিজের বইগুলোর দূর্ধর্ষ নায়ক সাডেনের কথাই মনে হচ্ছিল বারবার একশনের দৃশ্যগুলো দেখে।
পুরো সিনেমা জুড়ে একেবারেই শেষ দিকের আগে নায়ককে একবারও আহত হতে দেখা যায় না, সামনে যতই আসুক গুণ্ডা কোন ব্যাপারই না। কোন মার খাওয়া-খাওই নেই, যাকে বলে সত্যিকারের নায়ক। কারো সাথে কোন টিম বাধা-বাধির প্রশ্ন নেই, একাই মেরে শেষ করেছে বোধ হয় দেড়-দুইশ' গুণ্ডা। এক কথায় অসাধারন এবং অবাস্তব।
সিনেমার মাঝামাঝি এসে নায়ক কারন খুঁজে পায় কেন গুণ্ডাদের বস হার্টজ বাচ্চাটিকে মারতে এত বদ্ধ পরিকর।
সেই সূত্র ধরে পৌঁছে যায় এক ইউএস সিনেটরের কাছে। প্লেনে সিনেটরের সাথে মিটিং করতে গিয়ে খুন করে সিনেটরকে এবং প্লেন থেকে ঝাপিয়ে পড়ে। ধাওয়া করে সিকিউরিটি বাহিনি এবং শুরু হয় আকাশেই একশন। শেষ পর্যন্ত আহত নায়ক ধরা পড়ে এবং যখন মনে হচ্ছিল আর বাঁচার কোন উপায় নেই, তখনই অসাধারন বুদ্ধিমত্তায় দুই হাতের তিনটি ভেঙে ফেলা আঙ্গুল নিয়েও গুলি করে মারে গুণ্ডা বস হার্টজকে।
শ্যূট 'এম আপ ট্রেইলার।
কাহিনি এবং বাস্তবতার দিকে না তাকিয়ে শুধুমাত্র নায়কোচিত নন-স্টপ একশন দেখতে চাইলে এই ছবির বিকল্প নেই। ছবিটি সরাসরি দেখতে পারেন হাই কোয়ালিটি ডিভএক্স ফরমেটে এইখানে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।