আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ মোবারক এবং আমার তথাকথিত সকল শত্রু-মিত্র দের এই পোস্টে দাওয়াত(সবার জন্যই লেখলাম)


লেখার শুরুতেই সবাই কে জানাই ঈদ মুবারক!!!!!rocking eid muba-rock!! জানিনা কাল কাটবে!!যেইবার বেশী প্লান করি সেইবার কিচ্ছু হয়না,এইবার তাই বেশী প্লান করি নাই। তয় বাপ আর ভাইএর লগে নামাজ পড়ব এইটা শিউর!!হেরপর কি হবে,খোদা মালুম। নতুন পাঞ্জাবী কিন্সি,জুতা কিন্সি!!তারপর ও যেন ঈদের যুত পাচ্ছি না!!কি জানি বাদ রয়ে গেসে!!!মনে পড়সে...................। টুপি!!!!!এত রাতে কই যাই???কাল নামাজ পড়তে গেলে কিনে নিব। কে কি করবেন কাল ব্লগে এসে জানায়েন কিন্তু!!! কে সাড়াদিন বাসায় ছিলেন,কে জিএফ নিয়া ঘুরসেন সব জানায়েন!!! কাল যেহেতু ঈদ , সম্প্রীতির দিন ,তাই এই ফাকে আমিও একটা কাজ সেরে নেই।

এই ব্লগে প্রায় ৫ মাস লেখি,কিন্তু এই ব্লগ অবেকদিন ধরেই পড়ি। এখানে লিখতে গিয়ে তর্কের ছলে অনেক সময় হয়ত অনেকের মনে কষ্ট দিয়েছি-কখন বুঝে কখন না বুঝে-তাদের সবার প্রতি আমি বন্ধুতার হাত বাড়াচ্ছি। ট্রাঞ্জিস্টার,তুহিন ভাই,দণ্ডিত,মোতাব্বির সহ আরো অনেকে যার সাথে হয়ত ব্লগে তর্ক হয়েছে,প্লিজ বলছি,চলেন পুরানো কথা ভুলে যাই-সম্প্রীতির দিনে ভালবাসা আর বন্ধুত্তের বাধনে নিজেদের বেধে ফেলি। যদি রাগ ঝারতেই চান,এখানে মাইনাস দিতে পারেন,তবে যদি ব্লগ টা দেখেন তাহলে একটা রেপ্লাই দিয়েন!! আর অনেকেই আমাকে ব্লগে অনেক রকম সাহাহ্য করেছেন,সাপোর্ট দিয়েছেন,আমাকে নিয়ে ভেবেছেন,পোস্টেছেন যেমন বড় করে বলতে চাই আকাশ_পাগলা ভাইয়ার নাম(এই লোক টা আমার জন্য চরম সাপোর্ট ছিল,আছে,আশা করি থাকবে। ভাইয়া থ্যানক্স)।

আরো আছে অনেকে,যেমন অসুর্যস্পর্শী,আমড়া কাঠের ঢেকী,চাচামিয়া(এরা আসলেই আমার ফেবারিট) এদের কেও ধন্যবাদ। এই ব্লগে এসে আমি নাফিস ভাইয়া,ইমন যুবায়ের ভাইয়া দের মত বিখ্যাত ব্লগার দের(বিখ্যাত মানুষও বটে) এর লেখার সংস্পরশে আসছি,এজন্য ব্লগ কেও ধন্যবাদ!!! ঈদ মুবারক সবাই কে!!! আপনাদের আমার ফেভারিট ব্যান্ডের নিউ এলবামের নিউ একটা গান উপহার দিলাম,শুনে দেখেন ,ভালা লাগবে!!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।