আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ার সবচেয়ে ছোট নাটক : বাসায় জানে?

। । ***** নাটক : বাসায় জানে ? ****** . [ একটা মাঝারী আকারের ঘর । দক্ষিণের জানালা দুটি বন্ধ । জানালাদ্বয়ের মাঝখানে একটা একটা রিডিং টেবিল ।

টেবিলের উপরে কিছু বই পরিপাটি করে সাজানো । টেবিলের বাঁ দিকে একটা খাট । খাটটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো । বিছানার ডান কোনায় একটা মেয়ে বধু সাজে জড়সড় হয়ে বসে আছে । ঘোমটায় মুখ ঢাকা হাতে একটা ঢাকানা সহ দুধের গ্লাস ।

আলমারির পাশের দরজা দিয়ে পল্টুর প্রবেশ । পড়নে শেরওয়ানি, মাথায় পাগড়ী চোখে মোটা রীমের চশমা । চেহারায় একটা বোকা বোকা ভাব । দরজা লাগিয়ে পল্টু সংকোচের সাথে বিছানায় বসে । কিছুক্ষণ নীরবতা ।

] . পল্টু : (অপ্রস্তুত হয়ে তোতলাতে তোতলাতে ) ইয়ে ...মানে... আপনি যে সারা রাত এখানে থাকবেন , , , , , , , , , , , , , , , , , ,, , , , , , , , , , , , বাসায় জানে ? . [ দুজনেই একদম স্থির । আলো ধীরে ধীরে কমে থাকবে । পর্দা নেমে যাবে । ] . -: সমাপ্ত :- ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।