আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্রপ্রান্তিক বায়ু বিদ্যুৎ কেন্দ্রে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট

এই ব্লগে জামাত-শিবির শুয়োরের বাচ্চারা ভুলেও নাক ডুবানোর চেষ্টা করবি না
‘টার্গেট-২০৩০’৷ এই সময়ের মধ্যেই ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি সমুদ্র প্রান্তিক বায়ু বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদন করতে চায় ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। আর তাই জার্মানির পরিবহণ মন্ত্রী ভোল্ফগাং টিফেনসে জানালেন, আমরা আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর সকল চেষ্টা করছি। সফলতার পথেই রয়েছি আমরা। তিনি জানিয়েছেন, ৪০টি প্রতিষ্ঠানকে জার্মানির সমুদ্রসীমার ১২ নটিক্যাল মাইলের মধ্যে আড়াই হাজার বায়ু বিদ্যুতের টারবাইন স্থাপনে অনুমতি দিচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এর মাধ্যমে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

১ কোটি ২০ লাখ বাড়ির বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হবে৷ ফলে ‘টার্গেট ২০৩০' বাস্তবায়নের পথেই এগিয়ে যাচ্ছে জার্মানি, বললেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। জানা গেছে, উত্তর এবং বাল্টিক সাগরে বায়ু বিদ্যুৎ বা উইন্ড পাওয়ার টারবাইন স্থাপনে আগ্রহী বিভিন্ন প্রতিষ্ঠানের আড়াই হাজার আবেদনপত্র জমা পড়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। পরিকল্পনা অনুসারে উত্তর সাগরে ৩০টি এবং বাল্টিক সাগরে ১০টি প্রতিষ্ঠান কাজ করবে। সমুদ্রসীমা থেকে ৩৯ নটিক্যাল মাইলের মধ্যে এই সব টারবাইন স্থাপনের পরিকল্পনা আগেই গ্রহণ করেছিল বার্লিন। তবে নতুন এই কোম্পানিগুলো টারবাইন স্থাপন করবে ১২ নটিক্যাল মাইলের মধ্যে।

জানা গেছে, এরই মধ্যে পরিকল্পিত ৪০টি প্রতিষ্ঠানের মধ্যে ২২টিকে ইতিমধ্যেই অনুমোদন দেয়া হয়েছে। বাকিগুলোর চুড়ান্ত অনুমোদন মিলবে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের কাছ থেকে সবুজ সংকেত পাবার পর। কেবল বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং তা থেকে বিদ্যুৎ সুবিধা পাওয়াই নয়, নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জার্মানিতে চাকুরির একটি বড় বাজার তৈরি হবে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট পুরানো চাকুরিগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে, আশা সংশ্লিষ্টদের। গত এক সপ্তাহ ধরে বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশ থেকে বেশ কিছু ইতিবাচক ঘোষণা এসেছে। ইউরোপীয় দেশগুলো চাইছে পরিবেশ বান্ধব এই জ্বালানি উৎসের ব্যাপক প্রসার।

গত বৃহস্পতিবার জি ই ইলেক্টিক কোম্পানি ঘোষণা করেছে, তারা রোমানিয়ার একটি কোম্পানির সঙ্গে বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বড় একটি চুক্তি সই করেছে। একই দিন নরওয়ে ঘোষণা করেছে তারা প্রথমবারের মত সমুদ্রপ্রান্তিক বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনুমোদন দিয়েছে। পরিকল্পনা অনুসারে ২০২০ সাল নাগাদ ইউরোপে উৎপাদিত মোট বিদ্যুতের ১৬ ভাগেরও বেশি আসবে বায়ু বিদ্যুৎ থেকে। আর এই সমুদ্র প্রান্তিক বায়ু বিদ্যুৎ ইউনিট স্থাপনের কাজেই কেবল ব্যয় হবে ৫৭ বিলিয়ন ইউরো। তাই ইউরোপীয় উইন্ড এনার্জি এসোসিয়েশনের প্রধান ক্রিষ্টিয়ান কাজেয়ার ইইউভুক্ত সকল দেশের প্রতি বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আরও সহায়তার দেয়ার ঘোষণা দেবার আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্রঃ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।