দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আসে বহুল প্রতীক্ষিত ঈদ। ঈদ নিয়ে আসে আনন্দময় ব্যস্ততা। চাঁদরাতে বার্তা বা ফোনালাপের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময়,মাঝে ইন্টারনেটে ঢুঁ মারা; ঈদের সকালে আড়মোড়া ভাঙতে না ভাঙতেই ঠাণ্ডা পানিতে স্নিগ্ধ গোসল,নতুন কাপড় পরা, ঈদের নামাজ এবং অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে সালামী(ঈদী) আদায়; বন্ধুদের সাথে ঘোরাঘুরি, রসনার পরিতৃপ্তি ঘটানো-এ সবই চলে সমানতালে। প্রত্যেক বছরের মতই ছকেবাঁধা এই ঈদের দিনটি, তারপরেও কি এতটুকুও একঘেয়েমী? উঁহু, মোটেই না। বরং আনন্দ, উন্মাদনা, সতেজতা আর পবিত্রতার মোড়কে আবৃত হয়ে প্রতিটি ঈদ হয় নতুন। সবার ঈদ হোক আনন্দময়, মঙ্গলময়। সবাইকে জানাই ঈদ মোবারক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।