আমাদের কথা খুঁজে নিন

   

সবাইকে ঈদ মুবারক , এবং ব্লগের সকল ভার্চুয়াল বন্ধুদের উৎসর্গ করে একখানি ঈদের কবিতা।



----------------------------------ঐ ------------------------------দেখ দুরে -------------------------লালের সাথে নীল ------------------আকাশ জুড়ে অপুর্ব এক মীল। ------------তাহার মাঝে ধরেছে রূপ ধনুর মত বাঁকা। -----------------সাদা রঙেএক খানা চাঁদ আঁকা। ----------------------ঝিলিক দিয়ে শেষে ---------------------------যায় মিলিয়ে --------------------------------সে। --------------------------আবার হঠাত -----------ঝিলিক মারে, দিগন্তে ঐ আকাশ পাড়ে ------তাহার সাথে খুকন খুকু তালে তালে নাচন করে।

-----দেয় কলরব সবাই মিলে ঈদ এসেছে ঈদ এসেছে -----আকাশ পাড়ে ঐ দেখনা বাঁকা করে চাঁদ হেসেছে। ------কুলবধু আছে যত, পিঠা গড়ায় হইল রত তারা। -----------কুটি" পাকুন" সন্দেশ, এবং সাগরগড়া। -------------------ঈদের রাতে পিঠা খেতে -------------------------সবাই পাগল -----------------------------পারা। ---------------------রাত পুহালে সাবাই মিলে ---------------নদীর ঘাটে গোসল খানা শেরে নিলে -----------তাহার পড়ে ধুম পরিল নতুন জামা পড়ার।

----------আতর মাখা পাঞ্জাবী আর তারের শাড়ি মার। ---------খুকীর গায়ে শেরোয়ানী ফ্রক পড়েছে ছুট্ট খুকা ----উল্টা বেশে দুজনকে বেশ লাগছে কেমন বোকা বোকা। ------সবাই খুশি,এক সাথে তাই ঈদের মাঠে সাবাই চলি --------নামাজ শেষে শত্রু, বন্ধু, বুক মিলিয়ে কুলাকুলি। ------------ঈদ এসেছে নেবে যেন মোদের পরীক্ষা, ------------রমজানে মোর কেমন হল সংযম শিক্ষা। --------নাই শত্রু নাই মিত্র, নাইরে কোন হিংসা বিবেধ ----রোজার শেষে ঈদ এসেছে মিঠিয়ে দিতে সবার প্রবেধ।

--------এমন করে ঈদ যেন ভাই আসে ফিরে প্রতি সনে --------এমন করে ঈদের খুশি যাক ছড়ায়ে সকল প্রাণে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.