আমাদের কথা খুঁজে নিন

   

পন্টুন ভেঙে বেকুটিয়া ফেরি বন্ধ

এতে সোমবার সকাল থেকে এ ফেরি দিয়ে চলাচলকারী পিরোজপুরসহ অন্তত আটটি রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বেকুটিয়ার ইউটিলিটি ফেরি দিয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও রবিশালসহ কয়েকটি জেলার যানবাহন চলাচল করে।
বেকুটিয়া ফেরির ইজারাদার প্রতিনিধি আজমীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেকুটিয়া ফেরি সার্ভিসটি এ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বরিশাল ফেরি ডিভিশন জরাজীর্ণ ফেরি ও পন্টুন নিয়ে তেমন কোনো মাথা ঘামায় না বলেও তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে বরিশাল ফেরি ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, তারা পন্টুনের মেরামত কাজ করছেন। কিন্তু কখন এটি চলাচল শুরু করবে তা তিনি জানাতে পারেননি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।