আমাদের কথা খুঁজে নিন

   

কার্টুন ব্লগ - বুড়িয়ে যাওয়া।

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

(যেহেতু ব্লগের প্রতিটি পোষ্ট আমার দেখা/পড়া নয় তাই এই বিযয়টির ওপর আগের পোস্ট থেকে থাকলেও আমার নজরে পড়েনি, যদি থেকে থাকে তাহলে আমি দুঃখিত এবং আমকে জানিয়ে দিলে আমি এ পোস্ট টা সরিয়ে নেবো)। ছোট বেলায় যে কার্টুন চরিত্রগুলো দেখতে দেখতে বড় হয়েছি, যার অনেকগুলোর সাথেই একাত্বতা বোধ করতাম সেগুলোকে পেরিয়ে আমরা বড় হলাম , এখন বুড়ো হতে চলেছি। ওদের ব্য়স কিন্তু আর বাড়েনা। যদি বাড়তো? এ নিয়েই এ পোস্ট।

দিদিমা বারবি। দাদু টুইটি। দাদাভাই সুপারম্যান। "গল্"দের বুড়ো রাজা। দিদিমা ওয়ান্ডার ওম্যান।

বয়সের ভারে ন্যুব্জ্য স্পাইডার ম্যান। তথ্য সুত্র: আমাকে পাঠানো একটি ই মেইলের সংযুক্তি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.