আমাদের কথা খুঁজে নিন

   

কার্টুন!

খুব সাধারণ ছিলাম, আছি, থাকবো। কার্টুন কার না ভাল লাগে, তার উপর যদি হিউমার থাকে তাহলে তো আরও মজা। বিদেশে আসার পরে অনেক মজার মজার কার্টুন দেখেছি। তার সবগুলো আমার আপুর পুচকে মেয়েটার জন্য। সবচেয়ে প্রথম যে কার্টুনটা দেখি তার নাম পোকোয়ো।

অনেক কিউট একটা পিচ্চি, তার সাংগ পাংগ গুলো কিন্তু মানুষ নয়। একটা হাতি নাম এ্যালি ( মেয়ে হাতি ), একটা কুকুর নাম লুলা, একটা হাস নাম পাটু। এ্যালি আর পাটু হল ওর বেশি ক্লোজ ফ্রেন্ড। অনেক মজার মজার কান্ড ঘটায়। বাচ্চাদের শেখার আছে অনেক কিছু।

আমি এখনও দেখি। যখন ই মন খারাপ থাকে দেখতে থাকি মন ভাল হয়ে যায়। পোকোয়ো- পিপ এন্ড দি বিগ ওয়াইড ওয়ার্ল্ড- এটাও অনেক মজার কার্টুন। এটার চরিত্র গুলো মানুষ না। একটা হাস নাম কোয়াক, একটা রবিন পাখি নাম চির্প আর একটা মুরগি ছানা নাম পিপ।

এই কার্টুনের সবচেয়ে মজার ক্যারেক্টার হলো কোয়াক। সবচেয়ে কিউট হলো পিপ। এই কার্টুন টাতেও অনেক কিছু শেখানো হয়। অস্কার'স ওয়েসিস- অস্কার একটা লেজার্ড। মরুভূমিতে থাকে।

তার তিনটা শত্রু আছে। একটা শিয়াল নাম পপি, একটা হায়েনা নাম হার্চি আর একটা শকুন নাম বাক। এই তিনটা বেচারা অস্কারের পেছনে লেগেই থাকে। এই কার্টুন দেখলেই আমার মন ভাল হয়ে যায়। যতই খারাপ থাক না কেন ওগি এন্ড দি ককরোচেস- এটা শুধুই বিনোদনের জন্য।

বাচ্চারা এটা দেখলে আরও দুষ্টামি শিখবে। কিন্তু আমার অনেক ভাল লাগে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মত অবস্থা হয়। ওগি একটা বিড়াল। এক বন্ধু আছে নাম জ্যাক।

ওগির বাসায় তিনটে তেলাপোকা থাকে। অনেক বদ। শুধু জালায় বিড়ালটারে। দেখতে থাকুন। ভাল লাগলে জানাবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.