আমাদের কথা খুঁজে নিন

   

খুশির সময় বিপদের খবর।

দেহটা প্রবাসে,আর মন স্বদেশে। যেখানে আমার জন্ম,বেড়ে উঠা সর্বোপরি আমার মাতৃভূমি ওহে বাংলাদেশ,যতদিন বেঁচে থাকি যেন তোমাকে ভালবেসে যেতে পারি। প্রার্থনা করি বিধাতার কাছে তুই যেন তোর সন্তানদের আগলে রাখতে পারিস প্রতিবেশীর ষড়যন্ত্র থেকে। দীর্ঘজীবি হোক বাংলাদেশ

রাত পোহালেই হয়ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ।

যদিও ঈদের দিন কাজ করতে হবে তারপরও তো ঈদ। আজ সকালে বাড়ী থেকে এসএমএস আসল আমার ভাগ্নে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। সাথে,সাথে দিশেহারা হয়ে গেলাম। এমনিতেই আমার মেয়ের হাতে বেন্ডিজ তার উপর ভাগ্নের অসুস্থতা। ফোন করলাম হাসপাতালে ছোট ভাগ্নের মোবাইলে সে জানালো সাথে আমার মা'ও আছে।

চটজলদি মা'র সাথে কথা বলতে শুরু করলাম। মা জানালো,ডাক্তার কয়েকটি পরীক্ষা করল এবং বলল ফুসফুসে কিছু সমস্যা আছে ইনশআল্লাহ সে সুস্থ হয়ে উঠবে। আমিও দোয়া করি তাড়াতাড়ি আল্লাহপাক ওকে সুস্থ করে দেন। প্রিয় ব্লগারবন্ধু গন আমার মেয়ে এবং ভাগ্নের জন্য দোয়া করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।