আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে Digsby এর সুমতি

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
গত ১৫ই আগস্ট একটি পোস্ট করেছিলাম মাল্টি IM চ্যাটিং ক্ল্যায়েন্ট Digsbyকে নিয়ে। সেখানে তুলে ধরা হয়েছিলো সফটওয়্যারটির একটি আশঙ্কাজনক দিক - আপনার Digsby সফটওয়্যারটি যখন আপনার সিপিইউ Idle থাকবে তখন ইন্টারনেটে যুক্ত হয়ে আপনার পিসির প্রোসেসিং ক্ষমতাকে (RAM + CPU) কাজে লাগিয়ে ওয়েবের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করবে। এসব গাণিতিক সমস্যা হতে পারে কোন মেডিক্যাল রিসার্চ সম্বন্ধীয়, হতে পারে স্টক মার্কেট বিশ্লেষনী হিসেব-নিকেশ অথবা হতে পারে বৃহত্তম মৌলিক সংখ্যা খুঁজে পাওয়ার উদ্দেশ্যে। এটা নিয়ে তেমন কোন সমস্যা ছিলো না যদি না Digsby সফটওয়্যারটি Install করার সময় এটি বন্ধ করার কোন সুযোগ দিতো। Digsby এটি বন্ধ করার সুযোগ দিয়েছিলো ঠিকই কিন্তু সেটা ইন্সটলের পরে এবং অধিকাংশ ইউজারই এটা চালু থাকার ব্যাপারটিই জানতেন না বিধায় বন্ধ করার বিষয়টিও তাদের নজরে আসতো না।

কারন এটির একমাত্র উল্লেখ ছিলো Digsby এর EULA এর ১৫ নং পয়েন্টে যা অধিকাংশ ইউজারেরই নজর এড়িয়ে যেতো - Install এর সময় Disable করার কোন সুযোগ না দিয়ে Digsby কার্যত সফটওয়্যার কম এবং একটি সিকিউরিটি থ্রেট বা আরো ভালো করে বলতে গেলে স্পাইওয়্যারের ন্যায় আচরণ করেছে। বিষয়টি নিয়ে তখনই সিকিউরিটি এক্সপার্টরা প্রশ্ন তুলেছিলেন এবং আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু Digsby তাদের এ আশঙ্কাকে পাত্তা না দিয়ে পরোক্ষভাবে দোষ চাপিয়ে দেয় EULA না পড়ে ইন্সটল করা ইউজারদের ওপরে। কিন্তু Digsby তাদের এই অবস্থান বেশিদিন ধরে রাখতে পারেনি এবং অবশেষে গত ১৭ই সেপ্টেম্বর, ২০০৯ এ Digsby এর নতুন ভার্শন Build 65 (Beta) রিলিজ হয়। নতুন এই ভার্শনে Digsby তাদের Installation প্রক্রিয়ায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।

ইউজাররা এখন Digsby সেটআপের সাথে যুক্ত আলাদা ৫টি Bundled Products (Extra ফিচার, টুলবার, Utility টুল প্রভৃতি) পরিবর্তে শুধুমাত্র Digsby Ask Toolbar সেটআপের অপশন দেখতে পাবেন। এই পরিবর্তনটি এসেছে ইউজারদের AD দিয়ে ভর্তি ইন্টারফেইসের অভিযোগের পরিপ্রেক্ষিতে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো এটি পোস্টে আলোচিত এবং বহুল সমালোচিত নেই Grid Computing Protocolটি ইন্সটলের সময়ই নিষ্ক্রিয় করার সুযোগ দিচ্ছে - আর তাই Digsby পুণরায় একটি Safe to Install সকফটওয়্যারে রূপ লাভ করলো। নতুন এই ভার্শনে Facebook ইন্ট্রিগেশনকে সম্পূর্ণ নতুন একটি রূপ দেয়া হয়েছে যার মাধ্যমে Digsby থেকেই আপনি ফেইসবুকের বেসিক ফাংশনগুলো ব্যবহার করতে পারবেন যার মধ্যে রয়েছে Facebook Photo Album ও সম্পূর্ণ Newsfeed ব্রাউজ করার সুযোগ। এছাড়াও যুক্ত হয়েছে Myspace IM সুবিধা।

আপনার পিসিতে Digsby ইন্সটল করতে হলে চলে যান এই লিংকে: www.digsby.com Digsby সাপোর্ট করে: চ্যাট: AIM, MSN, Yahoo, ICQ, Google Talk, Jabber, Facebook Chat, Myspace IM মেইল: Hotmail, Gmail, Yahoo Mail, AOL/AIM Mail, IMAP, and POP সোস্যাল নেটওয়ার্কিং: Facebook, Twitter, MySpace and LinkedIn তথ্যসূত্র: View this link ---------------------------------------------------------------------------------- Digsby এর বিকল্প কিছু সফটওয়্যার: ১. Pidgin: www.pidgin.im/download সাপোর্ট করে: AIM, ICQ, Google Talk, Jabber/XMPP, MSN Messenger, Yahoo!, Bonjour, Gadu-Gadu, IRC, Novell GroupWise Messenger, QQ, Lotus Sametime, SILC, SIMPLE, MySpaceIM, and Zephyr ২. Trillian Astra: www.trillian.im/download সাপোর্ট করে: Astra, AIM, Yahoo!, ICQ, Windows Live (MSN), MySpaceIM, Google Talk, Jabber/XMPP, Facebook, Twitter, Skype, Bonjour, IRC, POP3 Mail, IMAP Mail.
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।