আমাদের কথা খুঁজে নিন

   

কৃঞ্চ করলে লীলাখেলা, আর আমি করলে?????????????

পথের সন্ধানে পথে নেমেছি.........

কৃঞ্চ করলে লীলাখেলা, আর আমি করলে????????????? একটা গনতান্ত্রিক দেশে একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে বিডিআর প্রধান বিডিআরের নাম, পোষাক ও লগো গনতান্ত্রিক সরকারের অনুমতি ছাড়া পরিবর্তন করে যে ধরনের ধৃস্টতা দেখিয়েছে তার বিচার প্রজাতন্ত্রের নিয়ম অনুসারে কি হইতে পারে তা আমাদেরই গনতান্ত্রিক সরকারেরই মন্ত্রী, আমলারা ভাল করেই জানেন। কিন্তু বিচিত্র এই দেশ !!!!!!!!!!! এখন পর্যন্ত আমাদের গনতান্ত্রিক আওয়ামীলীগ সরকারের মাননীয় মন্ত্রীদের মুখ থেকে একটা কথা পর্যন্ত শুনতে পেলাম না!!!! এমনকি আমদের ধেশের বাঘা বাঘা (?) কথিত বুদ্বিজীবিরা পর্যন্ত টু শব্দ করেনি!!! এর মাহাত্যটা আমার কাছে বোধগম্য নয়। এই কম্মটাই যদি অন্য সরকারের আমলে ঘটত তাহলে আমাদের বুদ্বিজীবীদের সরব কথাবার্তায় চারদিক মুখরিত হত এবং আওয়ামী রাজনীতিবীদদের প্রতিবাদের ঠেলায় রাস্তাঘাট দোকানপাঠ বন্দ্ব হয়ে যেত। এখন আমার কথা হচেছ এতবড় ধৃস্টতা এবং দেশদ্রোহী কাজ কি বিডিআর প্রধান শুধুমাত্র তার নিজ দায়িত্বে করেছে, না আমাদেরই গনতান্ত্রিক সরকারেরই ঈঙ্গিতে একটা রিহার্সেল হয়েছে মাত্র???? তাই যদি না হবে, তাহলে সংসদে প্রশ্নউত্তরপর্বে আমাদের গনতান্ত্রিক সরকারের মাননীয়া/মাননীয় (?) স্বরাষ্ট্রমন্ত্রী কেন মুখে খুলুপ এটে বসে ছিলেন???????? আসুন আমরা সবাই এই রাজাকারের নামে একবার করে থুথু ফেলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।