আমাদের কথা খুঁজে নিন

   

ট্যাবড ব্রাউজিং আর পাসওয়ার্ড ম্যানেজার সহ মোবাইলের জন্য অপেরা মিনি ৫


অপেরা মিনি ৫ এর খবর পাওয়া মাত্র বেটা ভার্সন ডাউনলোড করলাম। ফিচার সত্যি টাসকি খাওয়ার মত। মোবাইলে ট্যাবড ব্রাউজিং, পপ আপ, পাসওয়ার্ড ম্যানেজার! সাইজ ২২০ কিলোবাইট। অপেরা মিনির আনঅফিসিয়াল মডিফায়েড ভার্সনে অনেক আগেই ট্যাবড ব্রাউজিং ছিল। অফিসিয়ালে এলো এখন। পাসওয়ার্ড ম্যানেজারটা সত্যি অবাক করার মত। আমার ৫১২ কেবি RAM এর ফোন এটা চালাতে অবশ্য হিমশিম খেয়েছে, তবে নতুন ফোনগুলো হয়ত খাবে না! কিছু স্ক্রিনশট দেখুন অপেরার সাইট থেকে ধার করা ডাউনলোড করতে চাইলে http://www.opera.com/mini/next/ এ চলে যান!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।