আমাদের কথা খুঁজে নিন

   

পোর্টবেল Avro Keyboard বাংলা টাইপিং সফটওয়্যার


ইউনিকোড বাংলা টাইপিং ফ্রী সফটওয়্যার হিসাবে Avro Keyboard কে সবাই জানে।আমিও বাংলা লেখার জন্য একেই ব্যাবহার করি,এই ব্লগের সমস্ত বাংলা এর মাধ্যমেই টাইপ করেছি।অফিসে কোন সময় বাংলা লেখার দরকার পরলে এটিকে দারুন মিস করতাম।বেশ কিছুদিন আগে আচানক বাংলা কিছু ফন্টের জন্য omicronlab ভিসিট করেছিলাম,পছন্দের ফন্টগুলির সঙ্গে এর Portable Edition টি পেয়ে গেলাম এখন প্রায় মাস চারেক হল অফিসে বাংলা লেখার দরকারটা এই দিয়েই মেটাই।শুধু অফিসে কেন পোর্টবেল হবার কারনে এটিকে Usb মাধ্যমে ব্যাবহার করা যাবে যেখানে খুশী।তাই যাদের বাংলা লেখার দরকার পড়ে প্রায় সময়ে তাদের এটি খুব কাজ দেবে। ট্রাই Avro Keyboard Portable Edition
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.