যদি উইন্ডোসের সিম্পল কিন্তু দারুন কাজের এপ্লিকেশন নোটপ্যাডটিকে একটু অন্যরকম ভাবে ব্যাবহার করতে ইচ্ছা হয় তবে Transnote নামের এই এপ্লিকেশনটি ব্যাবহার করে দেখতে পারেন।এটি নোটপ্যাডের মতই কাজ দেবে আর এর মধ্যে এক্সট্রা কিছু ফীচারও রয়েছে।এর ফীচারগুলীর মধ্যমে কোন ওয়ার্ড ফাইন্ড,ফন্ট ক্যালার চেজ্ঞ,বোল্ড বা ইটালিক ফন্ট এবং আরও কিছু অনান্য ফীচার রয়েছে।http://sourceforge.net/projects/transnote/ এখানে ভিসিট করে Transnote এপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হবে,এটিকে ব্যাবহার করা উইন্ডোসের নোটপ্যাড ব্যাবহার করার মতই সহজ
ট্রাই Transnote
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।