আমাদের কথা খুঁজে নিন

   

আড্ডা::এইবার মিরপুর ক্রিকেট স্টেডিয়াম এ - ১৮সেপ্ট-৫টায়

ক খ গ ঘ...

পূর্ববর্তী পোস্ট-আড্ডা হৈতেছে আরেকখান- এইবার মিরপুর ক্রিকেট স্টেডিয়াম এ - ১৮সেপ্ট-৫টায় --------------- আড্ডার স্থান-- মিরপুর ২ এর ক্রিকেট স্টেডিয়াম। (মিরপুর ১০ থেকে ৫মিনিটের হাটা পথ) তারিখ-- ১৮ সেপ্টেম্বর ২০০৯, শুক্রবার সময় --- বিকাল ৫টা। ইফতারি-র চান্দা- নূন্যতম ৫০-সর্বোচ্চ ১০০(এইটা ঠিক করা হবে ব্লগারদের ভূড়ির(!) সাইজ দেখে, তাই আগে আগে আসবেন। সবাই মিলে ঠিক করা হবে কতটুকু চান্দা) ------------------ যদি ৫০টাকা চান্দা হয়, তাহলে ইফতারির আইটেম-- ১.--১গেলাস পিউর ড্রিন্কিং ওয়াটার -{( আই মনে করি) পানি} ২.-- ১খানা পূর্ণাংগ চুচা সহ কলা ৩.--২খানা বেগুনি ৪.--২খানা পিয়াজু ৫.-- ছোলা পরিমানমত ৬.--১ খানা জিলাপির প্যাচ ৭.--একখান করিয়া মধ্যপ্রাচ্যের খেজুর ৮.--চা ----এর মধ্যে ৩,৪,৫ নং সকলের গুলি দিয়া মুড়ির সাথে ঘুটা মারিয়া উপাদেয় মিশ্রন তৈরি করা হইবেক। আপাতত ইহা-ই পরিকল্পনা।

আরও ভাল পরিকল্পনা কারও মাথায় থাকলে দ্রুত বলুন। আর নিশ্চিত করুন আপনি যে আসছেন। নইলে সব পরিক্লপনা ভন্ডুল হয়ে যাবে। ----------------পোস্টর প্রয়োজনীয়তা শেষ। মন্তব্য আর নেয়া হবে না।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।