আমাদের কথা খুঁজে নিন

   

দেবনাগরী -- নাগরী -- সিলেটি নাগরী - বির্তকের অবসান হোক



আমি ভাষা বিদ নই -- বাংলাতে বরাবরই কম নাম্বার পেয়িছি ---- সিলেটি ভাষা নাগরী ভাষা থেকে আসলে আমিও খুশি হতাম -- তবে সেটা নয়। আমি আপনাদের সকল কথা মানি তবে সিলেটি ভাষার নিজস্ব লিখনী পদ্ধতি আছে তা একটি ভুল ধারনা -- আমি তা এখন বুঝানোর চেষ্টা করবো্ দেব নাগরী ভাষা একটি অতি অতি প্রাচীন ভাষা -- যা কিনা ১২ শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত প্রচলিত -- ১২ শতক থেকে ইংরেজরা আসার আগ পর্যন্ত এটি সাউথ এশিয়ায় প্রচলিত ছিলো -- লক্ষ্য করুন -- সাউথ ইষ্ট এশিয়াতে নয় লিংকটি আপনাকে বুঝতে সাহায্য করবে http://www.ancientscripts.com/devanagari.html -- ভারত বর্ষে ব্রিটিশ শাসন আসার পর তারা যখন দেখলো পুরো ভারতবর্ষে হাজার হাজার ভাষা -- যা তাদের শাসন কার্যে বেশ সমস্যা হয় - আর তারা তখন অঞ্চল ভেদে ভাষা নিদির্ষ্ট করার চেষ্টা করে - প্রায় সকলে তা মানলেও দেব নাগরী পন্ডিতরা তা মানতে পারে নি -- এই কারনে তারা বিহার ও ততসংলগ্ন এলাকা থেকে বিতারিত হয় -- পুরো ভারত বর্ষে ছড়িয়ে পরে -- Handbook of twentieth-century literatures of India By Nalini Natarajan, Emmanuel Sampath Nelson এবং Scripting a new identity : The battle for Devanagari in nineteenth century India - Auteur -AHMAD Rizwan - Department of Linguistics, University of Michigan বই দুটো পরলে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে - একটির লিংক দিলাম পরবেন দয়া করে --অন্যটি কিনতে হবে Click This Link Click This Link উইকিপিডিয়ার এই লিংকটির অরজিন এ গেলে জানা যাবে দেব নাগরী কত ভাষাতে ব্যবহৃত হয়েছে এবং কত ভাষাকে প্রভাবিত করেছে। http://en.wikipedia.org/wiki/Devanagri#Fonts অসমর্থিত বেশ কিছু সুত্র বলে দেবনাগরী ভাষী বেশ কিছু সংখ্যক মানুষ ভারতের আসামে এসে বসবাস করে -- এবং ভাষাগত পান্ডিত্বের কারনে তাদের লিখনী এবং কথ্য রুপ ঐ এলাকায় বেশ প্রভাব বিস্তার করে এবং তারাও কিছু পরিবর্তন স্বাধন করে ঐ আঞ্চলিক ভাষাগুলোকে তাদের মতো করে লিখতে থাকে - আর এটাকেই অনেকে মনে করেন যে ঐগুলো আসলে তাদের নিজের বর্ন বা অক্ষর । প্রথমেই বলেছি অসমর্থিত সুত্র -- তবে এই সুত্র সমর্থনে আমি কিছু প্রশ্ন করি -- তা হলেই এর কিছুটা যথার্থতা পাওয়া যাবে। ১) -- দেবনাগরী ভাষা সাউথ ইন্ডিয়া থেকে বের হ্ওয়ার আগে সিলেটের জনগন কি ভাষায় কথা বলতো ? ২) -- দেবনাগরী ভাষার কোন কোন শব্দ সিলেটি ভাষায় আছে - তেমন নেই -- যেখানে বাংলাভাষার অনেক শব্দই সিলেটি ভাষায় আছে - এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? ৩) তথাকথিত সিলেটি নাগরী ভাষার বইগুলো সব কেন ১৯ শতকে রচিত -- তার আগে ঐ অঞ্চলে কি কোন সাহিত্য চর্চা হতো না? উপরোক্ত তথ্যের আলোকে আমি বলতে চাই যারা সিলেটি ভাষাকে বাংলা ভাষার একটি আঞ্চলিক ভাষা বলছেন তারা কিছু অসম্পুর্ন তথ্যের উপর ভিত্তি করে এটা বলছেন - প্রকৃত পক্ষে এটি বাংলার একটি আঞ্চলিক রুপ -- তবে দেবনাগরী পন্ডিতের কারনে তা একটি বর্নের সাথে সংযুক্ত হয়েছে -- যদিও দেবনাগরী বর্ন কতটা সিলেটী ভাষার উচ্চারন আনতে পারে তা গবেষনার বিষয়। ?????????????????????????????????????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.