আমাদের কথা খুঁজে নিন

   

আপুনিদেরকে ভালোবেসে এই ঈদে.........


কদিন আগে ভাইয়াদের জন্য বেছে বেছে টি শার্ট, পান্জাবী, শেরওয়ানী, কুর্তা এসব কিনেছিলাম। অনেক আপুনিরা রাগ করে বলেছিলো সব শুধু ভাইয়াদের জন্য কেনো?? আর কেনোইবা তাদের কথা একটুও ভাবিনি আমি???আসলে তাদের কথা ভাইয়াদের আগেই ভেবেছিলাম শুধু ভাইয়ারা যদি হিংসা করে মানে রাগ করে আপুনিদের প্রতি পার্সিয়াল্টি দেখে তাই ওদেরটাই আগে ভাগে দিয়ে দিলাম। এইবার দেখো আপুনিরা কি বানিয়েছি আমি তোমাদের জন্য??? সোনা নয় রুপো নয় হীরে জহরৎ কিছুই নয় খুব সামান্য কয়েকটা জিনিস দিয়ে আর আমার প্রাণের সবটুকু ভালোবাসা দিয়ে আমি বানিয়েছি তোমাদের জন্য আমার ঈদ উপহার। এটা বানাতে আমি নিয়েছি চিকন তার, কয়েকটা বাহারী বোতাম, একটা মোটা মার্কার আর নোজপ্লাস, ব্যাস আর কিছুই না। মার্কারটা নিয়েছি আমি গোল মাপের জন্য।

৫০ সেমি তারটার মাঝ বরাবর আমি মার্কারের গায়ে গোল করে পেচাচ্ছি। তিনটা প্যাচ দেবো। তিনবার পেচানোর পর। তারের দুপ্রান্ত দুইদিক থেকে বাহারী বোতামের ঘরটার ভেতরে ক্রস করে ঢুকালাম। দুইধার শক্ত করে টেনে পেচিয়ে দিলাম।

তারের বাড়তি অংশটুকু কেটে ফেললাম। মার্কারের সামনের দিক থেকে ক্যাপটা খুলে তারে পেচানো বোতামটা খুলে নেই। তারের দুপ্রান্ত বোতামের দুইধার দিয়ে সুন্দর করে পেচিয়ে দেই। ব্যাস রেডী আমার সব আপুনিদের জন্য আমার নিজেহাতে বানানো আঙটিগুলি। এখন নিয়ে নাও যার যার শাড়ীজামার সাথে ম্যাচ করে করে নানা রঙের আংটিগুলি।

শুধু এটা আমার প্রানপ্রিয় আপু নির্ঝরিনীর জন্য এই দুইটা শ্রাবনসন্ধ্যা আর ফেরারীপাখি আপুর জন্য এগুলো নুশেরা আপুনি,ভোরসোনামনি আপুনিটা,মেহবুবাআপুনি,মমমম১২ আপুনি,সাজি আপুনি,চিটি (হামিদা আখতার) আপুনি, লীনা আপুনি, লাবন্য আপুনি। তনুজাআপুনি, তারার হাসি, সোহানা আপুনি,সামছা আকিদা আপুনি, নীরজন আপু, আইরিন আপু,রুখসানা তাজীনআপুনি, তোমাদের জন্য। এসব বাবুনি সুপ্তিমনি, রিমি (স. ম.),গোয়েবলস,আধারে অপ্সরীমনি, রিখিয়ামনি,জেরীমনি, চানাচুরমনি,ভেবে ভেবে বলি ব্লগীয় বোন,নীলদর্পণ মনি, আউলা,এপু, খুশবু,নাজনীন,টুশকি ,নষ্ট মাথার দুষ্ট বালিকা, রুমমা,কঁাকনমনি,নম্রতামনি তোমাদের জন্য। শুধু লাল টকটকেটা সহেলীমনির জন্য। আর এসব বয়েজ..... যারা গার্লফ্রেন্ডদেরকে দিতে চাও নিতে পারো।

( মাইর খাইলে জানিনা ) আর ভাইয়ারা ভাবীদের জন্য যদি এসব চলে নিতে পারো এখান থেকেই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.