আমাদের কথা খুঁজে নিন

   

সাবজেক্টের ঘরে শূন্য-সাবজেক্ট

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

যে পাসওয়ার্ডে ভরসা করে প্রতিদিন মেইলের তালা খুলি অভ্যাসবশত তার বিশ্বস্ততায় আমার প্রচন্ড আস্থার ঝুলি এবং সেদিনকার প্রথম মেইলটাতেই আগন্তুক অপরিচিত দ্রিম দ্রিম জরুরী বার্তার অনুল্লেখ্যে আশংকার কালো কারসর খুলে ফেললো চিঠির আব্রু বুঝলাম - এই মেইলের অপেক্ষায় ছিলাম দীঘল প্রহর অথচ সাবজেক্টের ঘরটাই খালি - যেন না চোখে পড়লেই বাঁচি মেইলের বুকে ছোট্ট বারতা, "বুঝে নাও" সাথে বিশাল এটাচমেন্ট, পিডিএফ, দলিদ-দস্তাবেজ সম্পর্ক ছিন্নতার বিশাল কন্ট্রাক্ট ফর্দে ফর্দে ফিরিস্তি ক্লিকে ক্লিকে সব ইতিহাস-সাক্ষর চলন্ত জীবনীকার, সময়অক্ষরে তুলে আনা নির্ভূল ভুলের সংগ্রহ জমিনের ভেতরে সবুজ লিংকে এক একটা উইন্ডোর যাদুঘর অথচ মেইলের শিরোনামে লেখা নেই কোন সাবজেক্ট!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।