পত্রিকা উল্টালেই দেখা যায় কাজের মেয়ে বা কাজের ছেলের উপর নানা নির্যাতনের সংবাদ ।
সবক্ষেত্রেই গৃহর্কত্রীকেই দায়ী দেখানো হয় । অথচ অসংখ্য ভালো মানুষ আছেন যারা কাজের লোকের জন্য যে কোন ত্যাগ করতে পারেন । দয়া-মায়া স্নেহ আর ভক্তির কোন কমতি হয় না তাদের কাছে । দৈনিক ভোরের কাগজ থেকে সংবাদ টি সংগ্রহ করা ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে গৃহকর্মীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক গৃহকর্ত্রী।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৮টার দিেিক নাসিরনগর উপজেলা সদরে। মৃতের নাম সেলিনা আক্তার (৩৫)। তিনি নাসিরনগর সূর্যের হাসি ক্লিনিকের প্যারামেডিক অফিসার।
এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় হঠাৎ করে সেলিনা আক্তারের পুরো ঘর বিদ্যুতায়িত হয়। এ সময় গৃহকর্মী মর্জিনা বেগম (৭) ঘর থেকে বের হতে গিয়ে ঘরের গ্রিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
সেলিনা আক্তার দেখতে পেয়ে জোরে ধাক্কা দিয়ে মর্জিনাকে বাঁচাতে পারলেও নিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।