ভাবুক
তেরই সেপ্টেম্বর আমার জন্মদিন তাই শুভকামনায় ভেষে গেলাম। রোযার মাস তাই ইফতার পার্টিতে জড় হল গুটিকয় কাছের বন্ধু।
হয়ত নিজে ইচ্ছে করেই বাদ দিয়ে দিলাম একজনকে। হয়তো বললে সে আসতো। তার সাথে কোন এক কারনে দুরত্ব সৃষ্টি হয়েছিল, যদিও এককালে সে ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন।
সেদিন বিকেলে যখন পার্টিতে উপস্থিত সবাই আলাপে মশগুল, সে গিয়েছিল পার্কে বেড়াতে। সেখানে সন্ত্রাসী হামলায় আহত,তারপর সে চলেই গেল পৃথিবীর মায়া কাটিয়ে অপারে।
তেরই সেপ্টেম্বর আমার জন্মদিনে,আমি নিজেকে দাঁড় করাই সেই কাঠগড়ায় যেখানে আমিই অপরাধী,আমিই বিচারক। নিজেকে প্রশ্ন করি,
কেন তুমি তাকে করনি নিমন্ত্রন?সে আসতো অবশ্যই আসতো,তার পার্কে যাওয়া হতনা,হতনা অকালে ঝরে পড়া।
কিন্তু প্রতি বছর তেরই সেপ্টেম্বর,আমি কোর্টমার্শাল বসাই,ভাবি সবই নিয়তি,মৃত্যু নিধারিত এবং ক্ষমা করে দেই নিজেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।