শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
ভাবছেন, উপরের শিরোনাম দেখেই তো আন্দাজ করে ফেললাম ভেতরে কী থাকতে পারে।
না... আসলে আন্দাজ করতে পারেন নি!
কেন পারেন নি সেটা জানতে হলে পুরোটা পড়ে দেখুন!
ICWN বা Inter-city Coding of Women Nomenclature হচ্ছে আমার বন্ধু তানজিমের আবিষ্কার! হ্যাঁ আবিষ্কারই বটে! এই Coding সে আবিষ্কার(!) করেছিল ক্লাস নাইনে থাকতে।
একদিন তানজিম বলল, দোস্ত, আমরা চারপাশে এই যে মেয়েদের দেখি তাদের কেউ ভালো আবার কেউ বেশি ভালো কিন্তু এর কোন র্যাঙ্কিং ব্যবস্থা না থাকায় আমরা সঠিক মেয়ে (পড়েন গার্লফ্রেন্ড) Choose করতে পারছিনা... একটা র্যাঙ্কিং ব্যবস্থা প্রবর্তন করলে কেমন হয়? আমি বললাম, হু, ভালোই হয়... যা তুই প্রবর্তন কর গিয়ে!
পরদিন ক্লাসে দেখি বান্দর সত্যি সত্যি খাতায় খসড়া করে নিয়ে এসেছে! টিফিন ব্রেক এ আমাকে বুঝাতে লাগলো।
বোঝার পর ভাবলাম, নাহ, ছেলেটার মাথা আছে ব্যপক (খালি যদি ভালো কাজে লাগাইত!)। জটিল একটা জিনিস বানায় ফেলসে!
এই কোডিং এ যেসব জিনিস (মানে কম্পনেন্ট) মাপা হবে সেগুলো হলঃ
F1 (face): মুখশ্রীর সৌন্দর্য্য নিরুপণ করা হবে, Out of 10
F2 (fig...): fig... এর সৌন্দর্য্য নিরুপণ করা হবে, Out of 10
S1 (stats): ... ৩২-২৬-৩২ ...আর কমু?
S2 (Se.. Appeal): তার Appeal নিরুপণ করা হবে, Out of 10
I (innocence): innocence নিরুপণ করা হবে, দুটো টার্মে- innocent আর devil
P (Politeness): Politeness নিরুপণ করা হবে, দুটো টার্মে।
A (anger): এটাও দুটো টার্মে...
IPA এর আলোকে মেয়ের চরিত্র সম্পর্কে সচ্ছ ধারণা পাওয়া যাবে।
Photogenic: এই টার্মের কয়েকটা সাব-টার্ম আছে...
Front= হতে পারে Excellent, Good, Normal, Poor এ চারটার মধ্যে যেকোন একটা।
Left= হতে পারে Excellent, Good, Normal, Poor এ চারটার মধ্যে যেকোন একটা।
Right= হতে পারে Excellent, Good, Normal, Poor এ চারটার মধ্যে যেকোন একটা।
Back= হতে পারে Excellent, Good, Normal, Poor এ চারটার মধ্যে যেকোন একটা।
... ... ... ... ...
আসলে পুরনো খাতাপত্র ঘাটতে গিয়ে সেই খসড়া কাগজটা পেলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অন্য কোন উদ্দেশ্য নাই!
যদি মনে হয় কোন কিছু বাদ গেছে তাহলে বলতে পারেন, এডানো হইবেক! এই কোডিং একটি ওপেনসোর্স কোডিং, যে কেউ ব্যবহার করতে পারবেন!
সতর্কতাঃ
কারো অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে এই লেখা নয়, নিছক ফান করার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।