আমাদের কথা খুঁজে নিন

   

চাপ্পুর তরফ থেকে হারিয়ে যাওয়া চাপাবাজ - জনাবা টুশকি খাতুন কে -- শুভ জন্মদিন

আমার আগের হেডিং টা সরাই দিছি

http://www.chapabazi.com বা চাপাবাজি বা চাপ্পুতে এই ক মাসে বেশ কিছু ব্লগাররা পাড়া দিয়েছেন। তাদেরই একজন আমাদের বিশিষ্ট "চাপাবাজ" টুশকি খাতুন। (মনে রাখবেন "চাপাবাজ" একটি চাপাবাজি ডট কম ভিত্তিক টাইটেল -- ধন্যবাদ ) তো ব্লগ পাড়ায় খবর আসছে, আইজ নাকি টুশকি খাতুনের জন্মদিন। তো সেই উপলক্ষে চাপাবাজির সকল চাপাবাজ এর তরফ থেকে টুশকি কে শুভ জন্মদিন। আশাকরি জন্মদিনের এই খুশি তার প্রতিটা দিনেই ছড়িয়ে পড়বে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।