সুর্য আমি ওই দিগন্তে হারাবো, অস্তমিত যাবো তবুও ধরনীর বুকে চিহ্ন রেখে যাব
আমার এলাকার গুরুত্বপুর্ন এক ব্যাক্তিত্ব জনাব খান বাহাদুর কবির উদ্দিন খান সাহেব। উনার সম্পর্কে আমার বেশি কিছু জানা ছিলোনা বলে উইকিপিডিয়ায় তা লিখি নি। কদিন ধরে আমার এক সাংবাদিক বড় ভাই এর নির্দেশে এ লেখায় হাত দেই। উনার নাত্নী যিনি বেগম রোকেয়ার ও নাতনী হন। বেগম মাজেদা সাবের আপা (বয়সে নানী হবেন তাই আপা বললাম) নানা র সম্পর্কে কিছু তথ্য দিলেন। জা আমার কাছে যথেস্ট মনে হয়নি। আর একটা তথ্য দিলেন যে বাংলা পিডিয়া নাকি তাদের কাছ থেকে এবং সরকারী তথ্যাগার থেকে তথ্য নিয়ে একটা কিছু লিখছে উনার ব্যপারে। তো তথ্য নিতে দৌড় লাগালাম সেখানে (অবশ্য অনলাইনে) http://www.banglapedia.org তে আল্লাহ এসব কি লেখা ? মজিলা তে দেখিনা ইন্টারনেট এক্সপ্লরার এর আপডেট ভার্সন এ দেখিনা। শুধু হিজিবিজি হিজিবিজি... অবশেষে আমি তাহা পাইলাম ইন্টারনেট এক্সপ্লোরার এর পুরোনো এক ভার্সনে।
আল্লায় ই জানে কবে উনারা আপডেট হইবেন...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।