সুখীমানুষ
আপোষে কি পোষ মানাবো?
আজন্ম কি থাকবে তবে?
আমরণ কি আমার হবে?
আপোষের সাধ ফুড়ালে!
মনে যে সাধ একটু খানি মূল্য পেতে
এমন করে
এমন এমন করে
আর কত দিন অবহেলায়ও রইবো পাশ?
যখন বুঝলেই না
যখন দিলেনা ক্ষণমাত্র মনযোগ
এই আমাতে?
কি চাই আমি?
হেলায়ও কেন আছি পাশাপাশি
বস্ মেনেছি?
পোষ মানাবো?
আমিই কি জানি আমি কি চাই!
১১-০৯-০৯, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।