আমাদের কথা খুঁজে নিন

   

পাঠ্যবইয়ে ভুল

আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের পাঠ্যপুস্তকগুলোতে জনসংখ্যা সম্পর্কে যে অধ্যায়গুলো রয়েছে, তাতে বিগত বছরের জনসংখ্যার পরিসংখ্যান দেওয়া আছে। তবে তা এক রকম নয়। বিভিন্ন পাঠ্যপুস্তকে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া আছে। যেমন ‘প্রাথমিক বিজ্ঞান’ বইয়ের ৯৪ পৃষ্ঠায় জনসংখ্যার পরিসংখ্যানের যে ছকটি রয়েছে, তার সঙ্গে ‘প্রাথমিক গণিত’ বইয়ের ১২৭ পৃষ্ঠার ছকটির কোনো মিল নেই। বিজ্ঞান বইটিতে আছে, ১৯৯১ সালে জনসংখ্যা ছিল ১২ কোটি ১৪ লাখ, তবে গণিত বইটিতে আছে ১১ কোটি ১৪ লাখ। পরবর্তী সালের জনসংখ্যাগুলোতেও রয়েছে একই ভুল।
যেহেতু আমরা পাঠ্যপুস্তকগুলো থেকে জ্ঞান অর্জন ও ভবিষ্যতে তা প্রয়োগ করি, তাই ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’ কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করছি, দয়া করে যেন এ ভুলটি সংশোধন করে সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়।
মায়ীদা আরিফীন
মোহাম্মদপুর, ঢাকা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।