আমাদের কথা খুঁজে নিন

   

যাকাত ও যাকাতের শাড়ি-লু্ঙ্গি

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

রোজা এলেই পত্রিকায় এ্যাড দেখি- "যাকাতের শাড়ি-লু্ঙ্গি পাওয়া যায়। " মাঝে মাঝে বিভিন্ন দোকানের সামনে লেখা দেখি "যাকাতের শাড়ি-লু্ঙ্গি পাওয়া যায়। " সেদিন পথ চলতে চলতে একটি ব্যানার দেখলাম "এখানে নরসিংদিতে তৈরী যাকাতের শাড়ি-লু্ঙ্গি পাওয়া যায়। " ইসলাম ধর্মের পাচটি স্তম্ভের একটি যাকাত, যা শুধুমাত্র যাদের সামর্থ্য আছে তাদের জন্য ফরজ করা হয়েছে। আমাদের দেশে অনেকেই যাকাত দেন আবার সামর্থ্য থাকা স্বত্বেও অনেকে দেন না।

তবে যারা যাকাত দেন তার বেশীরভাগ মানুষই যাকাত হিসেবে শাড়ি-লু্ঙ্গি দেন। তাও আবার ঘোষনা দিয়ে দেন যাতে অনেক লোক আসে এবং প্রদানকারীর নাম হয়। এসব শাড়ি-লু্ঙ্গি নিতে এসে ভীড়ের চাপে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে। যাকাতের সাথে আমরা শাড়ি-লু্ঙ্গিকে এমনভাবে একসাথ করে ফেলেছি যেন শাড়ি-লু্ঙ্গি ছাড়া যাকাত হয় না। একটা শাড়ি বা লু্ঙ্গি একজন কয় বছর ব্যবহার করতে পারে।

বড়জোর ২ বছর (যাকাতের কাপড় হিসেবে যা দেয়া হয় তা এমনই মান সম্পন্ন যে ১ বছরও টিকে না)। কিন্তু আসলে কি তাই। যাকাত হচ্ছে ধনীর সম্পদের উপর গরীবের অধীকার। অর্থনীতিতে যাকাতের গুরুত্ব অপরীসীম । যাকাত মানেই শাড়ি-লু্ঙ্গি নয়।

যাকাত এমন হওয়া উচিৎ যা যাকাত গ্রহীতার দীর্ঘদিন কাজে লাগবে। যেমনঃ একজন গরীব শিক্ষার্থীকে বই কিনে দেয়া, জাল হীন জেলেকে জাল দেয়া, গরীব কৃষককে গরু ও লাঙল দেয়া, একজন রিক্সা চালকে (যে ভাড়ায় রিক্সা চালায়) রিক্সা কিনে দেয়া, একজন ইলেক্ট্রিক মিস্ত্রী যার যন্ত্রপাতি নেই তাকে যন্ত্রপাতি (প্লায়ার্স, স্ক্রু ড্রাইভার ইত্যাদি) কিনে দেয়া অথবা এমন পরিমান নগদ টাকা দেয়া যা দিয়ে সে কিছু করে খেতে পারে। অথচ আমরা শাড়ি-লু্ঙ্গি দিয়ে মনে করি যাকাত দিচ্ছি। আবার অনেক মনুষকে যাকাত দিতে হবে এমন কোন আইনতো নেই। আমরা ১০০০ মানুষকে শাড়ি-লু্ঙ্গি না দিয়ে ১০ জনকে এমন কিছু দিতে পারি যা প্রকৃত অর্থ তাদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হতে পারে।

আবার অনেকে যাকাত দেন না (এমনকি তার উপর যাকত দেয়া ফরজ হয়েছে তা জানেনও না)। একথা এজন্য বলছি কারন হিসেব করে দেখলাম যে আমার যাকত দেয়া প্রয়োজন। নিজেকে আমি কখনো বিত্তবানতো বলতেই পারি না বড় জোর সচ্ছল বলতেও কষ্ট হয়ে যায়। তার পরও আমার যাকাত দেয়া প্রয়োজন। তাহলে দেখা যাচ্ছে হিসেব মত যাকাত দিলে ঢাকা শহরের প্রায় ৭০% চাকুরীজীবি ও ব্যবসায়ীদের যাকাত দেয়া উচিৎ।

কিন্তু আসলে তারা যাকাত দেয় কি? বিত্তবানদের প্রতি আমি আহবান করব, আসুন আমরা শাড়ি-লু্ঙ্গি না দিয়ে যাকাত হিসেবে এমন কিছু দেই যা একজন বেকার বা সল্প আয়ের মানুষের ভাগ্য পরিবর্তনে সাহায্য করতে পারে। আমরা প্রত্যেকে যদি অন্তত একটি মানুষের দিন বদলের চেষ্টা চালাই তাহলেই একসময় দেখা যাবে যে আমরা সবাই মিলে আমাদের দেশের অনেক দরিদ্র লোকের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হতে পেরেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.