সামহোয়ার ইন ব্লগে অনেকেই আমার ছোট ভাইবোন, তাদের অনেকের আমি আপু-আপুনি। এর মাঝে একটা পাগলা আছে, যার কাছে আমি আফা। অতি আদরের সাথে সে আমাকে আফা ডাকে, আমিও তাকে অকপটে তুই তুই করি। কিছু মানুষ আছে, নিজের খেয়ে বনের মোষ তাড়ায়, সে কিছুটা ঐ কিছিমের, আমার তাই মনে হয়।
এই পাগলার ব্লগে প্রথম আমার যাওয়া হয় তার বৌ বাচ্চা নিয়ে বেশ মজার একটা পোস্ট পড়ার জন্য।
সেই থেকে শুরু। ওর ছেলেটা আমার মেয়ের মতই হালকা পাতলা তাই আমার প্রথম কমেন্ট ছিল দুটোর মিল হল দুটোই তাল পাতার সেপাই, দুটোর জন্ম সংখ্যা আট, দুটোই একই বছরে জন্মেছে। তারপর থেকে সে তার সব পোস্ট ড্রাফট করে ফেলে...........অনেক দিন লাপাত্তা। কোন কমেন্ট করারও জো ছিল না। আমি প্রায় প্রতিদিন তার ব্লগে উঁকি দিতাম।
ধীরে ধীরে তার আমার কিছু মিল, যোগসূত্র বের করা গেল। আর আমরা ভাই-আফা হয়ে গেলাম।
সে আমার কন্যাকে বড়ই ভালবাসে, আমার কোন অবহেলা দেখলে জাফনাকে নিজের কাছে নিয়ে যাবার হুমকি দেয়, আমার দায়িত্ববোধ নিয়ে তার মনে হয় তেমন ভরসা নাই। এসব ব্যপারগুলো আমি খুব উপভোগ করি, মনে হয় একজন একান্ত আপনজন কাছেই কোথাও আছে। মনে হয় কোন সমস্যা হলে, ডাক দিলেই তাকে কাছে পাওয়া যাবে।
যে বলবে "আফা, তুমি কিচ্ছু ভাইবো না, আমি আছি"।
আজ সেই পাগলা ভাইটার জন্মদিন। ফেসবুকে না ঢুকলে দেখাই হোত না! প্রযুক্তিকে ধন্যবাদ। নইলে আমাদের আবেগগুলো প্রকাশ করার সুযোগ পাওয়া যেত না।
স্বপ্নজয় তোর জন্মদিনে শুধু শুভ জন্মদিন বললে কি সব বলা হবে! তুই তোর মনের মত করে ভাল থাক।
সব অশুভ থেকে দূরে, এইরকম প্রানবন্ত থাক আজীবন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।