আমাদের কথা খুঁজে নিন

   

you can't host a World Cup without Brazil : অফিসিয়াল নোটে বিশ্বকাপের আয়োজকরা



কতই না শান্তির দিন আজ......... ব্রাজিল কোয়ালিফাই করেছে (রুটিন কাজ যদিও তবুও )......... তাদের কোয়ালিফাইকে স্বাগত জানিয়ে ড্যানি জর্ডান, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ওয়ার্ল্ডকাপ কমিটি লিখেছেন: "ব্রাজিল যেকোন ওয়ার্ল্ড কাপ ফাইনালের বিশেষ আকর্ষণ.... আপনারা ব্রাজিলকে ছাড়া ওয়ার্ল্ডকাপ হোস্ট করতে পারেন না........ তারা ইতিমধ্যে একবার সাউথ আফ্রিকাকে মুগ্ধ করে গিয়েছে ৩য়বারের মত কনফেডারেশনস কাপ জিতে, এবং আমরা অপেক্ষা করে আছি এটা দেখতে যে তারা তাদের পারফর্মেন্স ধরে রাখবে এবং রেকর্ড ষষ্ঠ বারের মত বিশ্বকাপ জয় করবে..... ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের আয়োজক, তাই আমরা খুশী হব যদি ১২ই জুলাই,২০১০ এ আমরা অফিসিয়ালী চ্যাম্পিয়ন হিসেবেই তাদের বাটন হস্তান্তর করতে পারি " সোর্স: world-cup-organisers-thrilled-by-brazil-qualification আহ্‌..........কোন ব্যক্তিকে নয়, একটা টিমকে সাপোর্ট করার মজাই আলাদা..... যারা কোন বিশেষ ব্যক্তির জন্যে কোন টিমের সাপোর্টার তাদের জন্য করুণা থাকলো ..... আপনার বিশেষ প্লেয়ার নাই তো আপনিও নাই........ এমন যারা যারা আছেন নতুন অবতার খুঁজতে বের হয়ে পড়েন ......আর কোন অবতার না পেলে ফাইনাল পর্যন্ত ওয়েট করেন তারপর যে জিতবে সেই টিমের বেস্ট প্লেয়ারের জন্যে ঐ টিমের সাপোর্টার সেজে যান আর যারা যারা ব্রাজিলের সাপোর্টার তারা ঐসব সাপোর্টারের দুঃখে আসেন নুনের ছিটা দেই


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।