আমাদের কথা খুঁজে নিন

   

বারমুডা ট্রায়াঙ্গ্যাল

.....

পৃথিবীতে কতইনা রহস্যময় স্থান আছে যেগুলোর রহস্য বিজ্ঞানীরা যুগে যুগে উদ্ঘাটন করেছেন। কিন্তু এমন কিছু স্থান আছে যেগুলো আজও বিজ্ঞানীদের কাছে রহস্যই রয়ে গেছে। এমনই একটি স্থান বারমুডা ট্রায়াঙ্গ্যাল। এটি আটলান্টিক মহাসাগরের ছোট একটি অংশ যেটি তিন দিকে বারমুডা,পুয়েটতরিকা ও ফ্লোরিডা দিয়ে বেষ্ঠিত আছে। মহাসমুদ্রের এই ত্রিভূজাক্বৃতি অংশটুকু আজও রহস্যের চাদরে ঘেরা।

বিজ্ঞিনীরা যুগে যুগে অসংখ্যবার এর রহস্য উদ্ঘাটেন চেষ্টা করে ব্যর্থ হয়েছেন অথবা নিজেরাই এর রহস্যে চিরদিনের মত হারিয়ে গিয়েছেন। হ্যা,বারমুডা ট্রায়াঙ্গ্যাল এমনই একটি স্থান যার সীমান্তে কোন জাহাজ বা ঊরজাহাজ গেলে তা আর ফিরে আসেনা। এমনকি এসবের ধ্বংসাবশেষেরও কোন হদিস পাওয়া যায়না। হারিয়ে যাবার আগমুহুর্তে বৈমানিক বা নাবিকেরা হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেন। কারণ কোন বেতার তরঙ্গ সেখানে পৌঁছাতে পারেনা।

তবে বেতার তরঙ্গ বিচ্ছিন্ন হবার আগ মুহূর্তে কোন কোন নাবিক বা বৈমানিক তাদের বিচিত্র অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যেমন দিকনির্ণয় যন্ত্রের ভুল দিকনির্দেশনা,অদ্ভুত আলোর উপস্থিতি ইত্যাদি। বিজ্ঞিনীরা বিভিন্ন সময় এই অদ্ভুত অঞ্চলের অদ্ভুত আচরণের বিভিন্ন তত্ত্ব দার করানোর চেষ্টা করেছেন। যেমন অতি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি,অথবা সময়ের বিরাট ফাটল যেখানে ভূত-ভবিষ্যতের কোন বালাই নেই,অথবা অচেনা বিরাট কোন জৈব রাসায়ণিক ক্ষেত্র,অথবা বিরাট কোন তরিৎ ক্ষেত্রের উপস্থিতি। তত্ত্ব যাই হোকনা কেন,আসল ব্যাপারটি যে কি,আর তার রহস্যের সমাধান আদও হবে কিনা সেই রহস্য একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেইবা বলতে পারে!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.