আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রত্থম পুষ্ট আইজকা দিলাম।



ব্লগে রেজিষ্টেশন করা প্রায় ১৪ দিন হইয়া গেল। কিন্তক এখনো কিছু পুষ্ট করা হয় নাই। লিখতে অনেক বারই বসছি, লিখা শেষ হইলে ব্লগে না ছাপাইয়া আবার ডিলিট কইরা দিছি। রেজিষ্টেশন করার পর এই কামই করলাম এই কয়দিন। পরিক্ষার হলেও আমি এই কাম করতাম।

সাদা খাতা জমা দিতে শরম করত, তাই প্রশ্নে যা লিখা থাকত তাই খাতাই তুইল্লা ধরতাম অতি যত্নের সাথে। আমার এই লিখা কেউ পড়বেনা আমি জানি। উডা আমি আশাও করিনা। নতুন রা তো পাত্তাই পইতেছেনা পুরাতনদের কাছে। অবশ্য মাইয়া মানুষদের ব্যপার স্যপার আলাদা রকমের।

মাইয়ারা মনে হইতাছে শুরু থেইক্কাই ব্লগে আসতেছে অতি মানুষ হইয়া। নতুন পুষ্ট দিতাছে পুষ্ট ভালা কি খারাপ, উডা কোন ব্যপারই না। মাইয়া মানুষের পুষ্ট বইলা কথা। তাহারা অতি মানুষ তাই যাহাই লিখুন না কেন উখানে কাস্টমারের হাহা হিহি টাইপ কমেন্টের কোনই অভাব হইতেছে না। এই কয়দিন ব্লগে ঘুইরা এডাই ফলো করতাছিলাম।

আমি এর লেগ্যই কিচ্ছু লিখিনাই আমার লিখা তো কেউ আর পড়ার লেইগা বইসা নাই। অবশ্য ইডাও স্বিকার করি কিছু মাইয়া আছে যারা সত্যিকারের ভালো লিখা লিখতাছে। অনেক বুড়ার থেইক্যা তদের লিখা অনেক ভালো। বুড়ারা আমাগো কি মনে করতাছে জানিনা। তারা হয়ত ভাবতাছে এই সকল বাচ্চা পোলাপাইনদের লিখা পইরা সময় নষ্ট করনের কোন মানে নাই।

জাউগ্গা কুছভি পরোয়া নেহি। সাদা খাতা জমা দিতে মন চাইতেছিলো না তাই মনের কতা লিখলাম। আশা করি এখন থেইক্কা নিয়মিত লিখবো। আমারে কেউ হয়ত বেল দিবনা আমি জানি। কারো বেল পাবো ঐ আশাও করিনা।

তারপরেও লিখুম। অনেকেই হাবিজাবি কথা লিখা মেলা কমেন্ট পাইতেছে, আমি নাইবা পাইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.