আমাদের কথা খুঁজে নিন

   

টীকাভাষ্য : ১ / এহসান হাবীব

ফোঁটায় ফোঁটায় জহর আমি জমা করে রাখি তোর নাম করে বুড়ি জপি নতুন রুবাই ।

দ্রুত সবুজ মাড়িয়ে মাড়িয়ে মনে হয়, অনেকটা দূর চলে এসেছি। ফেরার পথে বনফুল, কাঠঠোকরার শব্দ, বাঁশঝাড় আর অচেনা পোকা, বিচ্ছুদের দেখতে দেখতে মাত্র ঘণ্টাকয়েকের পথ। একেই এত দূ-র ভাবলে তুমি! ধূসর চৈত্রের কাঠফাটা তৃষ্ণা তোমাকে বিভোর করে বিভ্রান্ত করল বুঝি? যতটা সবুজ নৈকট্যে, যতটা ভাব আমাদের প্রাণে- এই কূহকী মায়া- যতটা দূরে আমরা যাইনি ঠিক ততটাই কিংবা আরো বেশি, চেতনায় জাগ্রত করে গেল। একদিন আমরা- যা তুমি আর আমিতে গড়া- যতটা দূর গিয়েছি, যারা আরো আরো দূর চলে গিয়েছে তারা সবাই এক বুড়ো বটের প্রার্থনাসভায় মিলিত হব- একথা সত্যি। কেননা ফিরলে মাত্র তো ঘণ্টাকয়েকের পথ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.