আমাদের কথা খুঁজে নিন

   

কচকচে রোদে সত্য, ধাবমান বিশ্ব !!

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

চোখের সামনে এখন ও অনেক মেঘ অন্ধকার,ঘুঁটঘুঁটে। 'ঐপাশটার সাথে পরিচয় নাই' হঠাৎ , হঠাৎ একটু সরে পালটে যায় সবকিছু 'এতোদিনের জানা সত্য' 'আলোতে আবেগ ভেসে যায়' দূরের মেঘেরা ছুটে আসে,ঘিরে ধরে চারপাশ অপেক্ষাই থাকি সেই ক্ষনের,সেই পবিত্র আলোর। 'কত অজানা, কত ভুল জানা' এক নিমিষেই মিলিয়ে যায় কচকচে রোদে সত্য, ধাবমান বিশ্ব, নি:সীমে এগিয়ে যায়। সারতথ্য:Horizon of ignorance is expanded to accumulate the available knowledge. শুভ সকাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।