আমাদের কথা খুঁজে নিন

   

VIKHKHA CHAINA KUTTA SHAMLAN

মা অামার অতি প্রিয়

ভিক্ষা চাইনা আপা কুত্তা সামলান…--VIKHKHA CHAINA KUTTA SHAMLAN Share ছোটো বেলার শুনা একটা গল্প আজ ব্লগিং করতে এসে খুব বেশী মনে পরছে। গ্রামের এক ভিক্ষুক গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করতো। কোনো বাড়ীতে ভিক্ষা পেতো, কোনো বাড়ী পেতোনা। এইভাবে একদিন ভিক্ষুক এক বাড়ীতে গিয়ে ভিক্ষার জন্য দাড়াতেই বাড়ীর কুত্তা ঘেউ ঘেউ শুরু করলো। ভিক্ষুকের দিকে তেরে আসতে চাইলো।

ভিক্ষুক ভেবে পাচ্ছিলোনা ভিক্ষার জন্য অপেক্ষা করবে না দৌড়ে পালাবে। ভাবতে ভাবতেই গৃহকর্তী ভিক্ষা হাতে বের হলেন। ভিক্ষুক গৃহকর্তীকে দেখে জোর গলায় বললো-” আপা আপনার ভিক্ষা চাইনা, আপনার কুত্তা সামলান। ” আমাদের সমাজেও কিছু মানুষ রুপী কুত্তা আছেন যাদের মুনিব আমাদের দেশের বড় বড় রাউনৈতিক দলের নেতারা। এইসব কুত্তারা সময়ের সাথে নিজেদের অবস্থান পরিবর্তন করে সরকার দলের রাজনৈতিক নেতাদের বাড়ীতে আশ্রয় নেয়।

সাধারন মানুষদের দেখলে ঘেউ ঘেউ করে। এর মধ্যে কিছু আছে পাগলা কুত্তা, যারা মনিবের কথা শুনেনা, কিন্ত মুনিবও নিজের প্রয়োজনেই তাদের ছাড়তে পারেনা। তারা সময় অসময় সাধারন জনগনের জীবন যাত্রা ব্যাহত করে। কিছু বলার আগে কামড় দেয়, হিংস্রভাবে আক্রমন করে জীবন কেড়ে নেয়। রাজনৈতিক ভাবে পালিত এই সব কুত্তারা মানুষের কাছে চাদাঁ দাবী করে, জীবনের হূমকি দেয়।

মানুষের স্বাভাবিক জীবনের হূমকি স্বরুপ। ব্যবসায়ী স্বাভাবিক ভাবে ব্যবসা করতে পারে না, চাকুরীজীবি শান্ত্ব মনে কাজ করতে পারে না। বাড়ীর মালিক বাড়ী বানাতে পারে না। ঠিকাদার তার কাজ করতে পারে না। বাড়ী সুন্দরী তরুনী মেয়েরা বের হতে পারেনা।

সরকারের কাছে আমাদের মত সাধারন জনগনের একটাই চাওয়া সেই ভিক্ষুকের মত, “ভিক্ষা চাইনা আপা আপনার কুত্তাগুলো সামলান। ” আমাদের স্বাভাবিক চলনের নিশ্চয়তা দেন, পাগলা কুকুরের কামড় থেকে আমাদের রক্ষা করুন, তাইলেই আমরা খুশী। দেশের ব্যবসায়ীরা যদি ঠিক মত ব্যবসা করতে পারে, ঠিকাদার যদি নির্ভেজাল ভাবে তার স্বাভাবিক কাজটা করতে পারে, বাড়ীর মালিক যদি নির্বিঘ্নে বাড়ীর কাজ করতে পারে, বাড়ীর মেয়েরা যদি শান্ত পরিবেশে চলাফেরা করতে পারে, মানুষ যদি নিজের মত করে চাকুরী করতে পারে, দখলদারী, টেন্ডারবাজী যদি না থাকে, তাহলে দেশের উন্নয়ন এমনিতেই হবে। ঠিকাদারদের যদি চাদাঁ দিতে না হয় কাজের মান ভালো হবে, ব্যবসায়ীদের যদি মোটা অংকের চাদাঁ দিতে না হয়, পণ্যের দাম নিয়ন্ত্রনে থাকবে। বাড়ীর মালিককে যদি চাদাঁ দিতে না হয় বাড়ীর ভাড়া কম হবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

আপনারা যদি কাজ নাও করেন বেসরকারী ভাবে যা হবে তাতেই দেশ অনেক এগিয়ে যাবে। আপনাদের কাছে আপামর জনসাধারণের একটাই চাওয়া “রাজনীতিবিদরা যেনো তাদের কুত্তা গুলো সামাল দেন” আপনাদের কাছে সাহায্য চাই না কাজের পরিবেশ চাই। আপনাদের সহযোগিতা চাই। আপনাদের কাছে সেই সহায় সম্বলহীন ভিক্ষুকের মত আকুতি করে বলছি -”ভিক্ষা চাইনা আপনারা আপনাদের পালিত পাগলা কুত্তাগুলো সামলান। ”


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.