আ মা র আ মি
অনেকদিন তো সামু'র ব্লগাররা মিলিত হয় না কোথাও, আড্ডা হয় না মুখোমুখি অনেকদিন। আগে রোজায় অন্তত একটা ইফতার পার্টি হত ব্লগারদের। এবার কি হবে না? এবার এখন পর্যন্ত তো এমন কোন পোস্ট চোখে পড়েনি। নাকি ইতমধ্যেই হয়ে গেছে, হয়ত আমি জানি না?
যাইহোক, সবসময়ই এমন ব্লগারদের মিলন অনুষ্ঠানের ব্যাপারে কিছু মানুষের উদ্যোগ দারুন সফল হয়েছিলো। আসলে ব্লগাররা চায়ও এমন মিলনে উপস্থিত হতে। তাছাড়া অনেকেই প্রবাসি ব্লগাররাও ঈদ উপলক্ষে দেশে এসেছেন। সুতরাং, একটা ব্লগারদের আড্ডা আর সাথে ইফতার পার্টি তো হতেই পারে, তাই না?
উদ্যোগী ব্লগারেরা একটু উদ্যোগ নেবেন কি?
----------------------------------------------------------------------------------
আচ্ছা, যারা যারা আগ্রহী, তারা তারিখ আর স্থান বিষয়ক মত দিতে পারেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।