আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাভিনো ইনম্যান , যার কান্নায় ঝরে রক্ত অশ্রু !


ক্লাভিন ইনম্যান , যার কান্নায় ঝরে রক্ত অশ্রু ! এটি কোনো কল্পকথার কাহিনী নয় বা কোন ফ্যান্টাসি ছবির অংশবিশেষ নয়। বাস্তব এবং সত্য। ক্লাভিনো ইনম্যান ১৫ বছর বয়েসী কিশোর। যুক্তরাস্ট্রের টেনেসসি অংগরাজ্যের রকউড এলাকার বাসিন্দা। যখনই সে কাঁদে তখন ঝরে তার চোখ দিয়ে রক্ত মেশানো অশ্রু।

আবার কখোনও কখোনও কাঁদার অনিচ্ছা সত্বেও নির্গত হয় রক্তের ধারা। ক্লাভিনো ইনম্যান সেখানকার একটি টেলিভিশনে সাক্ষাৎকার দানে বলেন, তার চোখ দিয়ে গড়িয়ে পড়া রক্তের ধারা দেখে বন্ধুরা ভুতের কারসাজী বলে তাকে উপহাস করতো, বন্ধুদের সেই বিদ্রুপ তখন কষ্ট দিলেও সে এখন সেটি মানিয়ে নিয়েছে। ক্লাভিনো ইনম্যানের মা টমি মাইনাট ছেলের অস্বাভিক অবস্হার কথা বর্ননা দিতে গিয়ে দুঃখভরা কন্ঠে বলেন, ছেলের চিকিৎসার জন্য যথাসম্ভব সব পদক্ষেপ তিনি নিয়েছেন, বহু বিশেষজ্ঞদের শরনাপন্ন হয়েছেন। কিনতু কেউ তার ছেলের রোগ মুক্তির সহায়ক চিকিৎসা দিতে পারে নাই। চক্ষু বিশেষজ্ঞদের মতে ক্লাভিনো ইনম্যানের রোগটি মিলিয়ন লোকের মাঝে একটি উদাহরণ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.