কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় !
পুরানো অনুভূতি,
ভুলে ভরা অতীত,
কিছু নষ্টালজিয়া,
উপুড় হয়ে শুয়েছিল ;
হু হু কাঁপুনি হিমেল
হাওয়াতে
দোদূল্যমান
ছোট ছোট স্বপ্ন,
একটু বেশী রকম আনন্দ,
অন্যরকম ভালোবাসাও ছিল একটু বেশী ,
শেষের দিকে বুকভর্তি জমাট কান্না ,
সব একসাথে আড়াআড়ি করে
শুয়েছিল দীর্ঘসময় ধরে
সঙ্গে নিয়ে
বৃন্তচুত মরা ফুল
মরা ডালপালা
কুঁকড়ে থাকা
মরচে ধরা সবুজাভ পাতা ;
বাদামী বাদামী শিকড় নিয়ে
দাঁড়িয়ে কোনমতে কূজো হয়ে
রুক্ষশুষ্ক হৃদপিন্ড
একান্তই আমার
একা একা কথা বলে,
ধুক্ ধুক্ ধুক্ ধুক্ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।