আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। "
পৃথিবীতে থাকবো বলে
থাকতে চাই বলে
পাপ করি
স্বর্গের অমৃত লাভে কোন ইচ্ছা নাই
থাকতে চাই মানব সংসারে
তাই পাপ করি।
'জাগতিক যজ্ঞের হবি'র লোভে লোভী'
পড়ে থাকবো এই মাঝারে
তোমায় যেচে ডাকবো না খোদা
ভুলেও যেতে পারি !
পৃথিবী থেকে যেন ডাকতে পারি,'খোদা '
তাই পাপ করি।
প্রিয়,তোমাকে ভালোবাসি বলে
তোমার হাত ধরি
অধর চুমি
বুকের উপর মাথা রেখে উষ্ণতা চেটে নিই
'উম্মত্ত ভাবনা শধু আমার চোখে'
তাই পাপ করি ।
তোমার রাজভোগ,রাজদাসীর কামরচনায়
আমার রূচী নাই
এই মাটির এঁদো গন্ধ
প্রিয়া'র রক্তমাংসই আমার উপভোগ্য, আমার আরাধনা।
'তোমার শ্বাশত বাণী আমার বুকে',তারপর ও পদচ্যূত
ইচ্ছামাফিক।
জাহান্নামের আগুনে ঝলসে দিও
কথা রাখিও খোদা
তারপর ও পাঠাইও এই স্মরণখোলায়
মাতৃজঠরের দুয়ার ভেঙ্গে
পশু-পক্ষী কীট অথবা মানবের নিরন্তর সাধনায়
লতা পাতা ফুল ফল নির্মল বায়ু গিলে
আমি থাকতে চাই এ ধরায়
'হাজার যোনী ভ্রমনের সাহচর্য চাই'
এই মহীতলে তোমাকে ডাকতে চাই
তাই ভুল করি
তোমাকে ভুলে গিয়ে 'খোদা'
হোক পাপ,হোক পাপ
আমি পাপ করি
এই কামনায়।
উপযোগ:
হবি: যজ্ঞের প্রাপ্ত ফল ।
স্মরণখোলা: পৃথিবী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।