আমাদের কথা খুঁজে নিন

   

৩০-৪০ মিনিটের মারামারি



আজকে সকালে ই-প্রথম আলো দেখেই চমকে উঠলাম, সারাদেশ থেকে নাকি ৭০ হাজার মিনিবাস, লেগুনা, লোকাল বাস, চ্যাম্পিয়ান, এবং পুরোনো সব যান উঠায় দেয়া হবে। বর্তমানে এইসব থাকার থাকা সত্ত্বেও ৩০-৪০ মিনিট মারামারি করে কোনমতে বাসে জায়গা পাওয়া যায় অফিসে যওয়ার জন্য। কিন্তু ৭০ হাজার যান উঠায় দিলে সারাদিন অপেক্ষা করেও কি কিছু পাওয়া যাবে? আমি নিজে খুবই চিন্তায় আছি যাতায়ত নিয়ে। এইসব থাকার কল্যানে স্বল্প আয়ের মানুষেরা চলাফেরা করতে পারে, অফিস করতে পারে। এগুলো না থাকলে বিকল্প কি হবে এই ব্যাপারে কোন পরিকল্পনা কি আছে? সরকারের কি ভাবছে যে যাদের ব্যক্তিগত যানবাহন আছে তারাই যাতায়ত করবে, বাকিরা সবাই ঘরে বসে থাকবে এবং সরকার তাদের বসায় বসায় খাওয়াবে? আমি খুব ভালো লিখতে পারি না, তাই ভালো কোন ব্লগার কে অনুরোধ করছি এই ব্যাপার টা নিয়ে লিখতে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।