আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
প্রেম আর মাইয়া মানুষ সাথে একটু বয়স-১ : রাখী কার নাম?
ছোট্ট ছেলের দিন কেটে যায় ছোট্ট শহর শুকনো গলি- ডেইজি ল্যান। শিউলী ফুল আর পাপড়ী গুলো লুকলো সব কোমল ছোয়া আর সাদা মেঘে খুজতো যে সে নীল আকাশে স্বপ্ন মায়া, মনেতে তার একটি ধ্যান। বাবার দেয়া সাইকেলে যেতো দিক বিদিক, শহর পাশে নদীর পাড়ে দেখতো হাজার ঢেউয়ের ঝিলিক।
একদিন এক বৃস্টিদিনে ভিজছিলো সে আপন, হঠাৎ এক পিচ্চি মেয়ে ছাতী দিয়ে মাথাটা ঢেকে," মাথায় তোমার বাজ পড়বে!" দুচোখেরি সরলতা ছেলেটির কিছু মনে থাকে না, সেই থেকে হারালো মন ক্ষনে ক্ষনে উদাস হয়ে।
সেদিন সে বাসায় ফেরে ভিন্ন কিছু স্বপ্ন নিয়ে কিন্তু দেখে বাবা তার হারালো কোথা, আর আসেনি বাড়িতে ফিরে। এভাবে তার জীবন শুরু, হাসি খুশী সব যায় হারিয়ে। আস্তে আস্তে হারালো সব, নিজের বাড়ি বসত ঘর, দুঃখি মা কেদে কেটে, এধার ওধার কাজ করিয়ে করলো মানুষ ছেলেটিকে। ভুলে গেলো সেই স্মৃতিটি দেখেছিলো সেই বৃস্টি দিনে।
আস্তে আস্তে শহর হারায়, হারায় ডেইজি লেন।
মায়ের আচল রইলো না আর, চোখের জল মুছে দিতে। কখন গেলো দিন গুলো তার, সিড়িগুলো অনার্স, জব আর উপরে ওঠার। একদিন এক বর্ষা কালে কাশফুলেতে মন হারিয়ে দেখলো পাজা মেঘ, মন জানালার শার্ষী দিয়ে দিলো কিছু উকি, আবেগ গুলো যায় হারিয়ে হারালো সে বৃস্টিজলে।
বহুবছর যায় গড়িয়ে খুজলো ডেইজী লেন, খুজতে থাকে হারানো অতীত, পায় সে সবই ছোট্ট শহর, পায় না তার ছোট্ট পরী। কানে আসে মেয়েটি দেখে হাত ধরেছে অন্যকারো সাথে,ঘর বেধেছে সুখের তরে নেইকো কোনো ছলে।
এভাবেই ছেলেটি হায়, শিউলি ফুলের ছোয়া হারায়, নদীর ঝিলিক সব উড়ে যায়, আকাশ ছুতে সামনে বাড়ায়।
আকাশ কোথা যায় না ছোয়া, দিগন্ত সব ধোকায় ভরা, বুঝলো যখন ছেলেটি তখন সুর্য্য যায় অস্তাচলে। কপালভাজে বয়স গুণে নিঃসঙ্গতায় সব হারিয়ে মায়ের সাথে কথা বলে, রোজ আকাশের তারার মাঝে বাবা-মা সব দুজনে, দুঃখ গুলো আজ কেন তার হাতে এসে যায় পালিয়ে। কখনো কি বয়সগুলো ছোট্ট একটি বোতলে ভরে, সাগর পাড়ে দেয় ভাসিয়ে, ভাসুক যেথা পাবে হেথা অমৃত কোনো শ্রাবনোধারা। মনের ভাব সব মনেই থাকে দিন গুলো আজ যায় যে চলে, তবু আপন তারাগুলো অথবা খোলা নীল আকাশ, শৈশব যার তাকে রাখা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।