আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার কাঁদার জন্য একটি কাঁধের বড়ই প্রয়োজন!!!

সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! প্রিয় বালি, একদিন একটা চিঠিতে তুই লিখেছিলি - "তোকে আমার জীবনে আজ ভীষণ প্রয়োজন, এ কথাটা মুখে বলাটা কতটুকু জরুরি আমি জানিনা, তবে আমার যখনই কান্নার জন্য কাঁধের প্রয়োজন, তখন আমার পাশে তোকে ছাড়া আর কাউকে আমি ভাবতে পারিনা। --- " অন্যের কাছ থেকে কষ্ট পেয়ে তুই কতবার যে আমার কাঁধে মাথা রেখে কেঁদেছিস ... হয়ত সব ভুলে গেছিস! তোর চোখের পানি আমার কাঁধে পড়ার আগেই যেন হৃদয় ভিজে যেত; তোর সব কষ্ট আমার করে নিয়ে তোকে ভালবাসায় ভরিয়ে দিতে ছেয়েছি। আজ তোর দেওয়া কষ্টে ছিন্ন ভিন্ন আমি! মাঝে মাঝে খুব ইচ্ছা করে চিৎকার করে দু’চোখ ভাসিয়ে একটু পরান ভরে কাঁদি। কিন্তু আমাদের সেই আপন ভুবনের সমস্ত সুখ-দুঃখ-অনুভুতি তো এই সামাজিক পৃথিবীতে মূল্যহীন; এখানে তা প্রকাশ করাও মানা। দম বন্ধ এই কষ্ট আমি আর বইতে পারছি না; আমি কাদতে চাই, একটু প্রান ভরে কাদতে চাই! আজ আমার কাঁদার জন্য একটি কাঁধের বড়ই প্রয়োজন!!! তোর (মৃত) সোনাই  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।